Translate

Sunday, August 11, 2013

জে. এস. সি - 2013 পরীক্ষার রুটিন


মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
২০১৩ সনের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি


তারিখ               বার               বিষয় পরীক্ষা শুরুর সময় 
                                                 সকাল ১০টা                           বিকাল টা

০৪/১১/২০১৩   সোমবার        ১। বাংলা - ১ম পত্র
০৬/১১/২০১৩  বুধবার           ১। বাংলা - ২য় পত্র
০৭/১১/২০১৩   বৃহষ্পতিবার    ১। ইংরেজি - ১ম পত্র
১০/১১/২০১৩   রবিবার                   ১। ইংরেজি - ২য় পত্র
১১/১১/২০১৩   সোমবার        ১।  বিজ্ঞান/ সাধারণ বিজ্ঞান
১২/১১/২০১৩   মঙ্গলবার        ১। ইসলাম /হিন্দুধর্ম / বৗদ্ধধর্ম / খ্রিস্টধর্ম 
১৩/১১/২০১৩   বুধবার           ১। শারীরিক শিক্ষা স্বাস্থ্য
১৭/১১/২০১৩   রবিবার                   ১। গণিত/ সাধারণ গণিত
১৮/১১/২০১৩  সোমবার        ১। বাংলাদেশ বিশ্বপরিচয়
১৯/১১/২০১৩   মঙ্গলবার        ১। কৃষি শিক্ষা/ গার্হস্থ্য বিজ্ঞান /
                                             গার্হস্থ্য অর্থনীতি/ আরবি/ সংস্কৃত/ পালি
২০/১১/২০১৩   বুধবার                     নাই                         ১। চারু কারুকলা

বিশেষ নির্দেশাবলী :                                                            
১। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
২। সৃজনশীল বহুনির্বাচনি পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।
৩। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে সংগ্রহ করবে।
৪। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ঙগজ ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে  লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫। পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ে স্বাক্ষরলিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।
৬। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ   করতে পারবে না।
৭। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৮। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে    পারবে না।

প্রফেসর . এস এম ওয়াহিদুজ্জামান
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ফোন : ৯৬৬৯৮১৫

বি.দ্র. বিস্তারিত জানতে িএই লিঙ্কে                         (Ms word   or PDF ) ক্লিক  করুন


1 comment: