Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Showing posts with label বরফ. Show all posts
Showing posts with label বরফ. Show all posts

Tuesday, March 4, 2014

নারীর সৌন্দর্য রহস্যে ও সুরক্ষায় বরফ

নারীর সৌন্দর্য রহস্যে  ও সুরক্ষায় বরফ

প্রকৃতিতে গরম তার রাজত্য বিস্তার শুরু করেছে আর গরমে পানীয় জাতীয় কোন খাবার খেলে আমাদের প্রথমেই মনে পরে বরফের কথা কিন্তু এই বরফ আমাদের সৌন্দর্য রক্ষায় কতটা উপকারী তা হয়ত আমরা অনেকেই জানি না বরফ এমনই একটি উপাদান যা আমাদের ত্বকের যত্নে অনেক বেশি কার্যকরীআমাদের রূপচর্চায় বরফের কিছু ব্যবহার দেয়া হল:

রোদে পোড়া দাগ দূর করতে

দৈনন্দিন কাজের প্রয়োজনে বাইরে তো বেরুতেই হয় অনেক সময়ই ভালো সানস্ক্রিন ব্যবহার না করার ফলে ত্বকে পরে সূর্য রশ্মির পোড়া দাগ যার ফলে ত্বকে কালচে একটা ভাব আসে এই রোদে পোড়া দাগ দূর করার জন্যও বরফ বেশ ভালো একটি উপাদান / টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানের ওপর ঘষে নিন এতে পোড়া দাগ দ্রুত মিলিয়ে যাবে
http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/03/04/6b79ecab-9162-4676-ba44-282bd741f9c3otherimage_46832.jpg

চোখের ফোলা ভাব কমাতে

ঘুম কম হলে কিংবা বেশি হলে আমাদের অনেকেরই চোখের নিচ ফুলে যায় এতে দেখতে বেশ বিশ্রী দেখায় এই সমস্যা দূর করে বরফ একটুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন এতে ফোলা ভাব কমবে এবং আপনার রাতের ক্লান্তিও দূর করবে যদি খুব বেশি ফোলা ভাব হয় তবে চিনি ছাড়া গ্রিন টি তৈরি করে তা বরফ করে নিয়ে চোখের নিচে ধরে রাখুনফোলা ভাব কমে যাবে

ব্রণের সমস্যা সমাধানে

একটি পরিষ্কার প্ল্যাস্টিকের ব্যাগে / টি বরফের টুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণের ওপর ধরে রাখুন ১০ মিনিটএতে ব্রণের লালচে ভাব দূর হবে এবং ব্রণের আকারও ছোট হয়ে আসবে প্রতিদিনের ব্যবহারে ব্রণের প্রকোপ থেকে বাঁচা সম্ভব

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে

শসা অথবা স্ট্রবেরি যে কোন একটি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে এটিকে ডীপ ফ্রিজে রেখে বরফ করে নিন এই বরফ মুখে ঘষুন সপ্তাহে দিন বরফটি অনেকটা স্ক্রাবারের মত কাজ করবে এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে

মেকআপের ক্ষেত্রে

মুখে মেকআপ বসা নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হন অনেকেই দেখেন মেকআপ মুখে ঠিকমত বসে না ভাসা ভাসা থাকে এতে মেকআপের কারণে মুখ আরও বিশ্রী হয়ে যায় এই সমস্যার সমাধান করবে বরফ মেকআপ শুরু করার আগে টুকরো বরফ মুখে ঘষে নিন এরপর মেকআপ করলে মেকআপ ত্বকে বসবে ভালো

সূত্র – বাংলাদেশ প্রতিদিন