Translate

Monday, December 29, 2014

2014 জেএসসি - পিএস.সি ফল প্রকাশ

আজ মঙ্গলবার 30/12/14 প্রাথমিক সমাপনী জেএসসি- জেডিসি ফল প্রকাশ

আসসালামুআলাইকুম। আজ মঙ্গলবার একযোগে পিএসসি এবং জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
সকল সমাপনি/ এবতেদায়ী  ও জেএসসি/ জেডিসি পরীক্ষার্থীদের আগাম অভিনন্দন।

সহজে যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফল

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি/ এবতেদায়ী  ও জেএসসি/ জেডিসি পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে
মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

যেভাবে পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল

প্রাথমিক ইবতেদায়ী সমাপনীর ফল www.dpe.gov.bd http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে
এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে


1 comment:

  1. খুব ভালো।
    ফ্রি বাংলা বই পিডিএফ আকারে ডাউনলোড করতে যেতে পারেন এই লিঙ্কে
    Free Bangla E Book Download

    ReplyDelete