Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Showing posts with label ইল্যান্স. Show all posts
Showing posts with label ইল্যান্স. Show all posts

Thursday, December 19, 2013

এক হয়ে গেল ওডেস্ক ও ইল্যান্স

এক হয়ে গেল ওডেস্ক ও ইল্যান্স

    
ইল্যান্স ও ওডেস্ক একজোট
অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক ও ইল্যান্স একজোট হল। এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে এবং নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে যা অনলাইনে বৃহত্তর মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠতে পারে। আজ ইল্যান্স এবং ওডেস্ক সংযুক্ত হয়ে নতুন কোম্পানি গঠনের ঘোষণা দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই দুটি অনলাইন প্ল্যাটফর্মে ১৮০ টি দেশের এক কোটির বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে বিশ্বে ইল্যান্স ও ওডেস্ক  প্রথম  সারির দুটি অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। একজোট হয়ে এই দুটি কোম্পানি অনলাইন কাজের ক্ষেত্রে বর্তমান সুবিধাগুলোর মান উন্নয়নসহ নতুন ধরনের আরও কিছু সেবা আনার বিষয়ে একসাথে কাজ করবে। এতে ফ্রিল্যান্সার এবং ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কাজের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।  অবশ্য কোম্পানি দুটি এক হয়ে নতুন কোম্পানি গঠন করলেও আপাতত ইল্যান্স ডটকম ও ওডেস্ক ডটকম আলাদা প্ল্যাটফর্ম হিসেবেই কাজ চালিয়ে যাবে। 
ইল্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন কাজের ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানটি উন্নত ফিচার যুক্ত করবে।  একটি একক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের এক কোটি ফ্রিল্যান্সারের প্ল্যাটফর্ম হবে এটি। নতুন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব পাচ্ছেন বর্তমানে ইল্যান্সের প্রধান নির্বাহী ফাবিও রোসাটি এবং বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে থাকছেন ওডেস্কের বর্তমান নির্বাহী চেয়ারম্যান থমাস লেয়টন। ওডেস্কের বর্তমান সিইও গ্যারি সোয়ারট কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কোম্পানির নাম সংযুক্তি বিষয়ক সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।
ইল্যান্স ডট কমের সিইও ফাবিও রোসাটি জানিয়েছেন, ‘আমরা এমন দুটি প্ল্যাটফর্মকে এক করতে যাচ্ছি, যারা কাজের মাধ্যমে বিশ্বকে এক জায়গায় নিয়ে আসতে বিশ্বাসী এবং সবসময়ই আর্থিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চায়। ইল্যান্স ও ওডেস্কের একজোট হওয়া মানে বিশ্বে অনলাইনে কাজ খোঁজা ফ্রিল্যান্সারদের ও কাজ দাতা বায়ারদের নানা সুবিধা হবে।
এ প্রসঙ্গে ওডেস্ক সিইও গ্যারি সোয়ারট জানিয়েছেন, ‘এই সংযুক্তি অনলাইন কাজের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় ২.৭ বিলিয়ন মানুষ অনলাইনে যুক্ত আছে, যাঁরা মুক্তভাবে একটি পেশা বেছে নেয়ার জন্য এবং নানা জায়গা থেকে একসঙ্গে হওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। ৪২২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক কাজের বাজার এখন নতুনভাবে তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। অন্যান্য কাজের ক্ষেত্রের তুলনায় প্রায় ১০ গুণ বেশি গতিতে এগিয়ে যাওয়া অনলাইন কাজের ক্ষেত্রে আরও দ্রুত গতিতে পরিবর্তন আনার লক্ষ্যে ইল্যান্সের সাথে যুক্ত হতে পেরে ওডেস্ক কর্তৃপক্ষও রোমাঞ্চিত।’

ইল্যান্স পরিচিতি
ইল্যান্স হচ্ছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস যেখানে মানুষ বিভিন্নভাবে কাজ করতে পারে। ইল্যান্স ফ্রিল্যান্স কাজের জনপ্রিয় মার্কেটপ্লেস।  ইল্যান্স বর্তমানে ১৭০টি দেশের ৮ লাখ বায়ার এবং ৩০ লাখ ফ্রিল্যান্সারদের ব্যবহার করে থাকেন।  প্রতি বছর ১৩ লাখেরও বেশী কাজ ইল্যান্সে পোস্ট হয়।

ওডেস্ক পরিচিতি
অনলাইন কাজের ওডেস্ক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ওডেস্কে প্রায় ১০ লাখ ব্যবসায় প্রতিষ্ঠান ও প্রায় ৫০ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। ২০১৩ সালে তথ্য অনুযায়ী, সবমিলিয়ে ১০০ কোটি ডলারের বেশি কাজ সম্পন্ন হয়েছে ওডেস্ক প্ল্যাটফর্ম থেকে। 

বাংলাদেশ প্রেক্ষাপট
অনলাইনে কাজের ক্ষেত্রে ওডেস্ক ও ইল্যান্স বাংলাদেশে জনপ্রিয় দুটি মার্কেটপ্লেস। ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার জানিয়েছেন, এই দুটি প্ল্যাটফর্মে আড়াই লাখের বেশি দেশি ফ্রিল্যান্সার কাজ করেন। ইল্যান্স ও ওডেস্কের সংযুক্তির ফলে নতুন যে ফিচার আসবে তা দক্ষ ফ্রিল্যান্সারদের জন্য অপূর্ব সুযোগ তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।
তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো

Thursday, August 22, 2013

শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইল্যান্সে ৭ হাজারের বেশি নতুন বাংলাদেশি

শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইল্যান্সে ৭ হাজারের বেশি          নতুন বাংলাদেশি

অনলাইনে কাজের শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইল্যান্স বুধবার গ্লোবাল অনলাইন এমপ্লয়মেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ইল্যান্সে ৭ হাজারের বেশি নতুন বাংলাদেশি ফ্রিল্যান্সার যুক্ত হয়েছে। এতে আরও জানানো হয়, গত বছরের তুলনায় বিশ্বব্যাপী ইল্যান্সে ব্যবসায়ের উপর নিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫১ শতাংশ এবং এখানে ৮ লাখ বায়ার প্রায় ৮৩০ মিলিয়নের বেশি ডলার খরচ করেছেন। ইল্যান্সের সূত্র মতে, আগামী ২০১৫ সাল নাগাদ এই বাজার ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই বছরের প্রথম দিকে ইল্যান্সে বিশ্বব্যাপী ১ লাখ ৭০ হাজারের অধিক নতুন জব যুক্ত হয়েছে এবং অর্ধ লক্ষাধিক ফ্রিল্যান্সার যুক্ত হয়েছে। বর্তমানে সর্বমোট ২.৮ মিলিয়ন ফ্রিল্যান্সার রয়েছে। এই সময়ে ইল্যান্সে ফ্রিল্যান্সারদের মাধ্যমে ১৩০ মিলিয়নেরও বেশি আয় হয়েছে। এছাড়া ইল্যান্স ব্রিটেন, ফিনল্যান্ড, জার্মানি ও ফিলিপাইনে নিজস্ব অফিস স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। চলতি বছরে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের হায়ারের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুনের তুলনায় এ বছরের জুন মাসে ১৪৫ শতাংশের বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ইল্যান্সে কাজ করেছে এবং আয়ের পরিমাণও অনেক বেড়েছে। আর অধিক আয়ের ফলে বাংলাদেশিদের জব পাওয়া তুলনামূলক সহজ ও বৃদ্ধি পেয়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে ইল্যান্সে ৫ হাজার ৬৫২টি কাজ বাংলাদেশি ফ্রিল্যান্সাররা পেয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে বেশি। ২০১২ সালের ডিসেম্বরে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর থেকে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ বেড়েই চলেছে। শুধুমাত্র গত প্রান্তিকে ইল্যান্সে ৭ হাজারের অধিক বাংলাদেশি ফ্রিল্যান্সার তাদের অ্যাকাউন্ট খুলেছেন। ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান বলেন, “বিশ্বের বিভিন্ন ব্যবসায়ের জন্য বাংলাদেশী ফ্রিল্যান্সারদের প্রতি আগ্রহ দেখান সংশ্লিষ্টরা। সম্প্রতি লক্ষ্য করা গেছে প্রতি মাসে হাজারের বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সার ইল্যান্সে যুক্ত হচ্ছেন। এবং তারা সাধারণ চাকরির থেকে এই কাজে বেশি আয় করছেন।” বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আইটি, প্রোগ্রামিং, ডিজাইন এবং বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন পিএইচপি, এইচটিএমএল প্রোগ্রামিং এবং ওয়ার্ডপ্রেস ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনে তাদের দক্ষতা প্রদান করছে। সবচেয়ে বেশী ফ্রিল্যান্সার নিয়োগ বৃদ্ধি পেয়েছে অ্যাডমিনিস্ট্রিটিভ সাপোর্ট এ (১৯৫ শতাংশ) এবং মার্কেটিং এবং সেলস এ (১৮৫ শতাংশ)। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ, কানাডীয় এবং সিঙ্গাপুরের বায়ার দ্বারা হায়ার হয়ে থাকেন। প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে অবস্থিত প্রাইভেট কো¤পানি ইল্যান্স হচ্ছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস, যেখানে মানুষ বিভিন্নভাবে কাজ করতে পারে। ইল্যান্সে বর্তমানে ১৭০টি দেশের ৮ লাখ বায়ার এবং ২.৮ মিলিয়ন ফ্রিল্যান্সারদের ব্যবহার করে থাকেন।
daily Jugantor -সুমাইয়া রহমান সীমা, প্রকাশ : ২৩ আগস্ট, ২০১৩
- See more at: http://www.jugantor.com/it-technology/2013/08/23/22803#sthash.RFxYi0xg.dpuf