“ইমেইল মার্কেটিং” এ অভিজ্ঞদের জন্য প্রধান ৫ টি
কর্মক্ষেত্র এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ক্যারিয়ার ।
Habibur Ra ahman Dipu
কাদের জন্য “ইমেইল মার্কেটিং” জানা জরুরী
অনেকের ধারণা শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে আয় কিংবা অনলাইনে আয়ের জন্যই “ইমেইল মার্কেটিং” জানা দরকার। আসলে ধারনাটি একদমই ভুল। এসব ছাড়াও আরো অনেক কাজের জন্য “ইমেইল মার্কেটিং” জ্ঞান থাকাটা খুব জরূরী। কারন, অল্পসময়ে বেশী প্রচারের একমাত্র মাধ্যম হল “ইমেইল মার্কেটিং” ।১। আপনি কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আর আপনার কোন নুতন প্রোডাক্টকে প্রচার করবেন
২। যারা স্টুডেন্ট এবং যাদের পার্ট টাইম জব দরকার
৩। যারা গৃহিণী এবং বাইরে কাজ করার সুযোগ পাছেন না
“ইমেইল মার্কেটিং” শিখে আয় করতে পারবেন যেই কয়টি উপায়ে
১। পিএসডি ইমেইল টেম্পলেট তৈরি করে আয়।
আপনি যদি দৃষ্টিনন্দন ইমেইল টেম্পলেট তৈরি করতে পারেন, তাহলে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে মাসে গড়ে ৪০০-৬০০ ডলার আয় করতে পারবেন ।২। এইচটিএমএল ইমেইল টেম্পলেট তৈরি করে আয়।
যদি আপনি এইচটিএমএল দিয়ে ইমেইল টেম্পলেট এবং পিএসডি টু এইচটিএমএল ইমেইল টেম্পলেট তৈরি করতে পারেন, তাহলে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে মাসে গড়ে ৫০০-১০০০ ডলার আয় করতে পারবেন ।৩। ইমেইল কনটেন্ট রাইটার হিসেবে আয়।
রাইটারদের চাহিদা মার্কেটপ্লেসে অনেক বেশি। আপনি যদি ইংলিশে ভাল লিখতে পারেন তাহলে ইমেইল কনটেন্ট রাইটার হিসাবে কাজ করলে আপনি মাসে গড়ে ২০০-৫০০ ডলার আয় করতে পারবেন ।৪। ইমেইল লিস্ট বিল্ডিং করে আয় ।
ক্লাইয়িন্ট এর জন্য বিভিন্ন niches এর উপর ইমেইল লিষ্ট তৈরী করে দেওয়ার মাধ্যমে আপনি মাসে গড়ে ১০০-৩০০ ডলার আয় করতে পারবেন । এছাড়া, ক্লাইয়িন্ট এর ইমেইল লিষ্ট তৈরী করে দেওয়ার সাথে সাথে দিন দিন নিজের পন্য বা সেবার বিক্রয়ের বা এফিলিয়েশনের জন্য বিশাল ইমেইল লিষ্ট তৈরী হতে থাকে । বলতে গেলে এক ঢিলে দুই পাখি ।৫। অ্যাফিলিয়েশনের মাধ্যমে আয়।
অ্যাফিলিইয়েট বিভিন্ন প্রতিষ্ঠান clickbank, clicksure ইত্যাদিতে জড়িত হয়ে তাদের পণ্য বা সেবা বিক্রির জন্য ইমেইল মার্কেটিং করে আয় করতে পারেন । অ্যাফিলিয়েশনের মাধ্যমে আয়ের পরিমান হিসেব করে বলা কষ্টসাধ্য। অ্যাফিলিয়েশন করে মাসে আয় করা যায় ৫০০ ডলার – আনলিমিটেড।উপরের ৫টি কর্মক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, শুধুমাত্র “ইমেইল মার্কেটিং” ভালভাবে জানা থাকলে । এখানে শুধুমাত্র প্রধান ৫টি কর্মক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো অনেকগুলো ক্ষেত্রেই কাজ করতে পারবেন ইমেইল মার্কেটিং জানা থাকলে। সুতরাং ইমেইল মার্কেটিং ভালভাবে শিখুন, যাতে করে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার অনেক উজ্জ্বল হবে।
“ইমেইল মার্কেটিং” শিখতে বা এই সম্পর্কিত অন্য আরো কিছু জানার জন্য ফেসবুকগ্রুপে এসে প্রশ্ন করলে খুব সহজে উত্তর পেতে পারবেন।
ফেসবুকে আমি
সূত্র - টেকটিউনস।