পানির অজানা ১২টি বৈশিষ্ট্য
সোমবার, ১২ নভেম্বর ২০১২
পানি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। শরীরের জন্য পানি কতোটা অপরিহার্য, তা নিচের ১২টি বৈশিষ্ট্যেই প্রমাণিত:
১) যে মস্তিষ্ক আমাদের নিয়ন্ত্রণ করে, সেই মস্তিষ্কের অধিকাংশ স্থানই দখল করে আছে পানি। অবিশ্বাস্য হলেও সত্যি, আমাদের মস্তিষ্কে ৯০ শতাংশই পানি।
২) রক্তের মধ্যে পানির পরিমাণ ৮৩ শতাংশ।
৩) হাড়ে রয়েছে ২২ শতাংশ পানি।
৪) মাংসপেশী ধারণ করে ৭৫ শতাংশ পানি।
৫) পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও শরীরকে স্বাভাবিক রাখে।
৬) শরীরের বিপাকীয় প্রক্রিয়া ও হজমক্রিয়া স্বাভাবিক রাখে।
৭) শরীরের কোষসমূহে পুষ্টি উপাদান ও অক্সিজেন সরবরাহ করে পানি।
৮) পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়।
৯) শরীরের সংযোগ পেশী ও অস্থি-মজ্জাকে আর্দ্র ও সক্রিয় রাখে।
১০) আমাদের ফুসফুসে থাকা অক্সিজেনকে আর্দ্র রাখে।
১১) শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সুরক্ষা দেয়।
১২) অঙ্গ-প্রত্যঙ্গগুলোতে সঠিক মাত্রায় পুষ্টি উপাদানসমূহ পৌঁছাতে সাহায্য করে পানি।
Colled from, মানবজমিন ডেস্ক
১) যে মস্তিষ্ক আমাদের নিয়ন্ত্রণ করে, সেই মস্তিষ্কের অধিকাংশ স্থানই দখল করে আছে পানি। অবিশ্বাস্য হলেও সত্যি, আমাদের মস্তিষ্কে ৯০ শতাংশই পানি।
২) রক্তের মধ্যে পানির পরিমাণ ৮৩ শতাংশ।
৩) হাড়ে রয়েছে ২২ শতাংশ পানি।
৪) মাংসপেশী ধারণ করে ৭৫ শতাংশ পানি।
৫) পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও শরীরকে স্বাভাবিক রাখে।
৬) শরীরের বিপাকীয় প্রক্রিয়া ও হজমক্রিয়া স্বাভাবিক রাখে।
৭) শরীরের কোষসমূহে পুষ্টি উপাদান ও অক্সিজেন সরবরাহ করে পানি।
৮) পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়।
৯) শরীরের সংযোগ পেশী ও অস্থি-মজ্জাকে আর্দ্র ও সক্রিয় রাখে।
১০) আমাদের ফুসফুসে থাকা অক্সিজেনকে আর্দ্র রাখে।
১১) শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সুরক্ষা দেয়।
১২) অঙ্গ-প্রত্যঙ্গগুলোতে সঠিক মাত্রায় পুষ্টি উপাদানসমূহ পৌঁছাতে সাহায্য করে পানি।
Colled from, মানবজমিন ডেস্ক
0 comments:
Post a Comment