JSC / JDC Result আজ প্রকাশিত হচ্ছে
পাসের হার ৮৯.৯৪
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন। এর মধ্যে মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী। এই দুই পরীক্ষার মধ্যে জেএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৭১ ও জেডিসিতে ৯১ দশমিক ১১ শতাংশ।
পাসের হার ৮৯.৯৪
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন। এর মধ্যে মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী। এই দুই পরীক্ষার মধ্যে জেএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৭১ ও জেডিসিতে ৯১ দশমিক ১১ শতাংশ।
ভাল ফলাফল কারীদের সালাম ও শুভেচ্ছা
আশা করি তোমরা বড় হয়ে আরও ভাল ফলাফল করে পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করবে। দেশ তোমাদের মুখ পানে চেয়ে আছে। দেশে আজ দেশপ্রেমিক নেতার বড় অভাব, আমরা যা দেশের জন্য করতে পারিনি, আশা করি তোমরা তা অবশ্যই পারবে। নিজে সৎ থাকবে । শুধু দুনিয়া নয় আখেরাত নিয়েও ভাববে এবং অবশ্যই নিয়মিত নামাজ আদায় করবে।
আপনারা এ সাইট থেকে ফলাফল জানতে পারবেন
http://www.educationboardresults.gov.bd
** এছাড়া মোবাইল থেকে থেকে জানতে পারেন - -
** এছাড়া মোবাইল থেকে থেকে জানতে পারেন - -
ReplyDeleteDakhil result 2015 will be published in 30 may 2015
ssc result full mark in published in 30 may 2015
ssc exam result 2015 will be published all education board 30 may 2015 Bangladesh
ssc result 2015 Education Board Results Bangladesh
Madrasah Board Result 2015 will be published in same day genarel board bangladesh
SSC Result 2015 All Boards Educationboardresults.gov.bd