Translate

Monday, March 30, 2015

ব্লগ স্থানান্তরিত 

               ব্লগ স্থানান্তরিত 

           নতুন ব্লগে এই ব্লগটি ইংরেজীতে রূপান্তর হচ্ছে।

আসসালামুআলাইকুম। আশা করি আপনারা ভাল আছেন। 

এবার কাজের কথায় আসি। এই ব্লগটি অচিরেই ইংরেজীতের রূপান্তরিত হবে।

 সম্মানিত পাঠকবৃন্দকে জানানো যাইতেছে যে , এই আমরা নুতন একটি সাইট     

http://itectbd.blogspot.com/  করেছি। এই  সাইটের সকল জরুরী পোষ্ট ঐ সাইটে

 স্থানান্তরিত করা হযেছে, পাশাপাশি ঐ সাইটকে তথ্যবহুল করার জন্য চেষ্টা থাকবে 

আপনাদের সকলের মন্তব্য কামনা করছি। 

দেখা হবে এই  http://itectbd.blogspot.com/ এ । আল্লাহ হাফেজ।

** জরুরী হক কথা - মানুষ মরনশীল। সত্যিই কি আমাদের দুনিয়ার এ জীবন ক্ষনস্থায়ী, অনন্ত অসীম পরকাল/আখেরাতের কামিয়াবী/সাফল্যের জন্য নিয়মিত সালাত আদায় করি ও সকলকে কালিমার/ইসলামের দাওয়াত দেই, নিজে পরিপূর্ন মুসলিম হই। আল্লাহ আমাদের খাঁটি মুমিন হিসাবে কবুল করুন। আমিন।

0 comments:

Post a Comment