২৪টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়ের (সংযুক্ত প্রাথমিকসহ) ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে।
চলতি বছর রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়কে তিনটি গ্র“পে বিভক্ত করা হয়েছে। এ গ্র“পে থাকা ৮টি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ ডিসেম্বর, বি গ্র“পে ১৫ ডিসেম্বর এবং সি গ্র“পে ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণী রয়েছে। ভৌগোলিক অবস্থান, যাতায়াত, খুব ভালো, মোটামুটি ভালো ইত্যাদি দিক বিবেচনা করে গ্র“প তৈরি করা হয়েছে।
‘এ’ গ্র“পের স্কুলগুলোর মধ্যে রয়েছেÑ গভ. ল্যাবরেটরি হাইস্কুল, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভ. গার্লস হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
‘বি’ গ্র“পের তালিকায় রয়েছেÑ গভ. মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমণ্ডি কামরুনন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
‘সি’ গ্র“পের ৮টি স্কুল হলÑ তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমণ্ডি গভ. বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং টিকাটুলি কামরুনন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
0 comments:
Post a Comment