Translate

Thursday, December 27, 2012

2012 এ প্রাথমিকে দেশ সেরা মনিপুর উচ্চবিদ্যালয়


২০১২ এ প্রাথমিকে দেশ সেরা মনিপুর উচ্চবিদ্যালয়

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। গতকালের প্রকাশিত ফলাফলে দেখা যায় এ বিদ্যালয়ের মোট ৫টি শাখা থেকে ২ হাজার ৭০জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। মোট জিপিএ ৫ পেয়েছে ১হাজার ৫শ' ৬৩জন। যা মোট পরীক্ষার্থীর শতকরা ৭৫ভাগ। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৫৫জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭শ' ৫৯জন। আর ছাত্রী ১হাজার ১৫জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮শ' জন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে। নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএর ভিত্তিতে মন্ত্রণালয় সেরা স্কুলের যে তালিকা করেছে তাতে মনিপুর উচ্চ বিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক শূন্য ৭। যখন ফলাফল ঘোষণা করা হয় তখন এ স্কুলের ৩ নং শ্যাওড়াপাড়া শাখায় চলছে পুরো মাঠ জুড়ে আনন্দ হৈ হুল্লোড় । এরপর স্কুলের অধ্যক্ষ মো.ফরহাদ হোসেন শিক্ষার্থীদের সাথে যখন দেখা করতে স্কুল মাঠে আসেন তখন ব্যান্ডের তালে তালে চলছিল শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নুসরাত সায়েমা অনুভূতির কথা জানতে চাইলে সে বলল জীবনের প্রথম একটি পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে এ রকম ফলাফলে সত্যিই উচ্ছ্বসিত আমি। তাওহীদ এ স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী। ভাল ফলাফলের পেছনে নিজের চেষ্টা আর শ্রমকে মূল হিসেবে মনে করছে সে। খুদে এ শিক্ষার্থীদের এ অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত তাদের বাবা-মাও । তারাও শরিক হয়েছেন সন্তানদের এ আনন্দে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ন্যায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও এ স্কুল মেধার স্বাক্ষর রেখেছে। জেএসসিতে এ স্কুল থেকে মোট ১৭২০জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫৭৮জন শিক্ষার্থী। সারাদেশে সেরা এ স্কুলের অধ্যক্ষ মো.ফরহাদ হোসেন জানান,শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্বিতীয়বারের মতো আবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। এ সাফল্যের কারণ সম্পর্কে তিনি বলেন,আমাদের শিক্ষকরা নিয়মিত ক্লাসের পড়া ক্লাসেই আদায় করে নেন।
নাজমুল হক জেনিথ, দৈনিক ইত্তেফাক 

0 comments:

Post a Comment