Translate

Wednesday, October 2, 2013

শিশুদের সিজনাল ভাইরাস জ্বর

সিজনাল ভাইরাস জ্বর

ঋতু পরিবর্তনের এই সময়টাতে কমবেশি সবাই ভাইরাস সংক্রমণের শিকার হয়ে সর্দি-জ্বরে আক্রান্ত হয়, তাই এটাকে সিজনাল ফিভারও বলা হয়। যে কোনও বয়সের যে কারও এ ভাইরাস জ্বর হতে পারে।

 কী করবেন?

দিনে বেশ কয়েকবার কুসুম গরম পানি দিয়ে সারা শরীর স্পঞ্জ করতে হবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় আসার আগ পর্যন্ত প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে হবে। ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিক কোনও কাজে আসে না। কাজেই রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত হবে না।

 প্রতিরোধের উপায়
ভাইরাস জ্বর প্রতিরোধ করাটা একটু কঠিন, কারণ একবার বিস্তার লাভ করলে এর জীবাণু খুব দ্রুত ছড়ায়। ভিন্ন ভিন্ন গ্রুপের বেশ কয়েকটি ভাইরাস এই রোগের জন্য দায়ী। তাই ধুলাবালি থেকে দূরে থাকুন, মাস্ক ব্যবহার করুন। সর্দি-জ্বরে আক্রান্ত কারও সংস্পর্শে এলে কমপক্ষে হাতখানেক দূরত্ব বজায় রাখুন।
সূত্র-  দৈ আমাদের সময়।

0 comments:

Post a Comment