Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Thursday, May 31, 2012

তথ্য নিরাপদ ও সুরক্ষিত থাক অনলাইনে


তথ্যের সুরক্ষায় এখন রয়েছে নানান প্রতিষ্ঠানের অনলাইন স্টোরেজ সেবা। এর আগে মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজনর মতো প্রতিষ্ঠান অনলাইন স্টোরেজ সার্ভিস চালু করলেও সম্প্রতি গুগল ড্রাইভ এই সেবা উন্মুক্ত করেছে গুগল। 
সময়ের সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটনির্ভর নানান অ্যাপ্লিকেশন আর সেবা বদলে দিচ্ছে আমাদের কাজের ধরন। ইন্টারনেটনির্ভর নানান সেবার মধ্যে সাম্প্রতিক সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন স্টোরেজ। তথ্যকে সুরক্ষিত রাখা যখন বিশ্বব্যাপী অত্যন্ত আলোচ্য একটি বিষয়, তখন অনলাইন স্টোরেজই যেন এক্ষেত্রে গ্রহণযোগ্য একটি সমাধান হিসেবে হাজির হয়েছে। নানান ধরনের অনলাইন স্টোরেজের তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন গুগল ড্রাইভ নামে গুগলর অনলাইন স্টোরেজ সার্ভিস। নানান আধুনিক সব ফিচার নিয়ে শুরুতেই এটি অনলাইন স্টোরেজ হিসেবে শক্ত একটি অবস্থান তৈরি করে নিয়েছে।
বহু প্রতীক্ষার গুগল ড্রাইভ
গুগল এক বছরেরও বেশি সময় পূর্বে ঘোষণা দিয়ে রেখেছিলো তাদের অনলাইন স্টোরেজ সার্ভিসের। তবে ঘোষণার পরে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো সাড়াশব্দ করেনি গুগল। এর মাঝে অ্যামাজন, মাইক্রোসফট এবং অ্যাপলও তাদের অনলাইন স্টোরেজ সেবা চলু করে ফেলে। চলতি বছরের শুরুতেই অবশ্য আবারও প্রযুক্তি বিশ্বে গুঞ্জন ছড়িয়ে পড়ে অনলাইন স্টোরেজ গুগলর যাত্রার। অবশেষে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মাসের শেষ সপ্তাহে যাত্রা শুরু করে এই সেবা গুগল ড্রাইভ নাম নিয়ে। অনলাইনে নিজের একটি হার্ডড্রাইভ হিসেবে কাজ করবে বলেই এর নামের সাথে ড্রাইভ শব্দটিকে জুড়ে দিয়েছে গুগল। http://drive.google.com থেকে চালু করা যাবে এই সার্ভিস।
যা আছে গুগল ড্রাইভে
গুগল ড্রাইভের স্লোগানে রয়েছে কিপ এভরিথিং, শেয়ার এভরিথিং বা সবকিছু রাখুন, যেকোনো কিছু শেয়ার করুন। অর্থাত্ যেকোনো কিছু সংরক্ষণ এবং শেয়ার করার জন্যই রয়েছে গুগল ড্রাইভ। আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিপল অপারেটিং সিস্টেম, মাল্টিপল ডিভাইস, মাল্টিপল ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা। অর্থাত্ যেকোনো স্থান থেকে যেকোনো ডিভাইসের মাধ্যমেই অ্যাকসেস করা যাবে গুগল ড্রাইভ। প্রাথমিকভাবে উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমসহ সব ধরনের পিসি, ল্যাপটপ, নেটবুক, নোটবুক, অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং স্মার্টফোন থেকে ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ। খুব শীঘ্রই আইফোন এবং আইপ্যাডের জন্যও চালু করা হবে এই সেবা। গুগল ড্রাইভে রয়েছে পাঁচ গিগাবাইট বিনামূল্যের স্টোরেজ সুবিধা।
সংরক্ষণ ও শেয়ারিং
গুগল ড্রাইভে নিরাপদে সংরক্ষণ যায় সব ধরনের ফাইল। পাশাপাশি গুগল ড্রাইভে রক্ষিত ফাইলগুলোকে শেয়ার করা যায় যে কারও সাথেই। এক্ষেত্রেই নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডারকে নির্বাচিত এক বা একাধিক ব্যক্তির সাথে সুবিধামতো শেয়ার করা যাবে।
একসাথে তৈরি করুন ফাইল
গুগল ডকসের মতো গুগল ড্রাইভেও সংরক্ষিত বিভিন্ন ফাইলকে অনলাইনে একাধিক ব্যক্তি মিলে সম্পাদনা করা যায়। একাধিক ব্যক্তি একসাথে নতুন ওয়ার্ডফাইল, স্প্রেডশিট বা প্রেজেন্টশন ফাইল তৈরি বা সম্পাদনা করার সময় যেকেউ যেকোনো পরিবর্তন সেই ফাইলে করলে তা সাথে সাথেই দেখতে পারবে সংশ্লিষ্ট সকলেই।
সব ধরনের ফাইল দেখার সুবিধা
গুগল ড্রাইভে যেমন সুবিধা রয়েছে সব ধরনের ফাইল সংরক্ষণ করার, তেমনি গুগল ড্রাইভে যেকোনো ফরম্যাটের ফাইলই ওপেন করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ফাইলটি চালু করার জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি আপনার পিসিতে ইন্সটল করা না থাকলেও চলবে। যেমন ধরুন গুগল ড্রাইভে আপনার একটি ইলাস্ট্রেটর ফাইল সংরক্ষিত রয়েছে, কিন্তু আপনার পিসিতে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইন্সটল করা নেই। সেক্ষেত্রেও গুগলড্রাইভ থেকেই আপনি সরাসরি ফাইলটি ওপেন করে দেখতে পারবেন। ইলাস্ট্রেটর ছাড়াও ফটোশপ, এইচডি ভিডিওসহ নানান ধরনের ফাইল ফরম্যাটের জন্য এই সুবিধা রয়েছে গুগল ড্রাইভে।
শেয়ার করুন জিমেইল এবং গুগল প্লাসে
গুগল ড্রাইভ থেকেই সরাসরি এখন জিমেইল এবং গুগল প্লাসে শেয়ার করা যাবে। ফলে জিমেইলে আর বড় বড় ফাইল অ্যাটাচ করার কোনো প্রয়োজন হবে না। সরাসরি গুগল ড্রাইভ থেকেই ফাইলটির লিংক শেয়ার করা যাবে। একইভাবে গুগল প্লাসেও আর ছবি বা অন্য কোনো ডকুমেন্ট আপলোড না করে গুগল ড্রাইভের লিংকটি শেয়ার করে দিলেই চলবে।
শক্তিশালী সার্চ ইঞ্জিন
গুগল ড্রাইভে যুক্ত করা হয়েছে শক্তিশালী সার্চ ইঞ্জিন। ফলে গুগল ড্রাইভ থেকে যোকোনো ডকুমেন্ট সহজেই খুঁজে বের করা যাবে। শুধু তাই নয়, গুগল ড্রাইভের সার্চ ইঞ্জিন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ব্যবহার করে স্ক্যান করা ডকুমেন্ট থেকেও টেক্সট খুঁজে বের করতে সক্ষম। আবার ছবি থেকেও ছবি সার্চ করার সুবিধা আছে এতে।
সব ধরনের ডিভাইসে গুগল ড্রাইভ
পিসি, ম্যাকসহ প্রায় সব ধরনের ডিভাইস থেকেই অ্যাকসেস করা যাবে গুগল ড্রাইভ। অ্যানড্রয়েড ট্যাবলেট বা স্মার্টফোন থেকেও ব্যবহার করা যাবে এটি। শীঘ্রই আইফোন এবং আইপ্যাডের জন্যও এর অ্যাপ্লিকেশন নিয়ে আসার ঘোষণা দিয়ে রেখেছে গুগল। ফলে যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকেই গুগল ড্রাইভে রক্ষিত ফাইলে সহজেই অ্যাকসেস করা যাবে। আর স্বয়ংক্রিয়ভাবে সিনক্রোনাইজেশনের সুবিধা থাকায় যেকোনো ডিভাইস থেকে কোনো পরিবর্তন ঘটালে অন্য ডিভাইসগুলোতেও তা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে।
অনলাইন স্টোরেজের অন্যান্য সার্ভিস
গুগল ড্রাইভের মাধ্যমে অনলাইন স্টোরেজে গুগল প্রবেশ করলেও এর মধ্যেই এক্ষেত্রে জনপ্রিয় কিছু সার্ভিস যাত্রা শুরু করেছে অনেক আগেই। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানও চালু করেছে অনলাইন স্টোরেজ সার্ভিস। অনলাইন স্টোরেজ গুগলর প্রতিদ্বন্দ্বী কয়েকটি সার্ভিসের কথা এখানে সংক্ষেপে তুলে ধরা হলো।
ড্রপবক্স
অনলাইন স্টোরেজ হিসেবে একদম শুরুর দিকে যাত্রা শুরু করে ড্রপবক্স। খুব সহজেই ড্রপবক্সের মাধ্যমে পিসিতে রক্ষিত ফাইলকে অনলাইনে শেয়ার করা যায় এবং অনলাইনে ব্যাকআপ রাখা যায়। এই সার্ভিসেও নানান ধরনের অপারেটিং সিস্টেম এবং ডিভাইস থেকে অ্যাকসেস করার সুবিধা রয়েছে। এতে অবশ্য বিনামূল্যে স্টোরেজ পাওয়া যায় ২ গিগাবাইট। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইফোন, আইপ্যাড, অ্যানড্রয়েড এবং ব্ল্যাকবেরিতেও ব্যবহার করা যায় ড্রপবক্স। www.dropbox.com থেকে ডাউনলোড করা যাবে ড্রপবক্স।
স্কাইড্রাইভ
অনলাইন ক্লাউড স্টোরেজ হিসেবে মাইক্রোসফট চালু করে স্কাই ড্রাইভ সার্ভিসটি। শুরুতে ২৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ নিয়ে যাত্রা শুরু করলেও স্কাইড্রাইভে এখন ৭ গিগাবাইট বিনামূল্যে ব্যবহার করা যায়। এখানেও যেকোনো ফাইল শেয়ার করার সুবিধা রয়েছে আর ডিভাইস এবং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও প্রায় সবই সমর্থন করে এটি। আর এতে মাইক্রোসফট অফিস সংযুক্ত রয়েছে। ফলে অফিস ফাইলগুলো এতে ব্যবহার অনেক সুবধািজনক। http://windows.microsoft.com/en-HK/skydrive/home ওয়েব ঠিকানা থেকে ব্যবহার করা যাবে এই সার্ভিস।
আই ক্লাউড
টেক জায়ান্ট অ্যাপল তাদের ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে চালু করেছে আইক্লাউড। আইক্লাউড অবশ্য কাজ করবে কেবল অ্যাপল ডিভাইসের জন্যই। এখানেও রয়েছে বিনামূল্যে ৫ গিগাবাইট স্টোরেজ ব্যবহারের সুবিধা। এখানেই  অ্যাপল ডিভাইসগুলোর জন্য গান, ছবিসহ সব ধরনের ফাইল রাখা যাবে। আইওএস ডিভাইসগুলোর জন্য ব্যাকআপও রাখা যাবে এতে। www.apple.com/icloud ঠিকানা থেকে আইডিভাইসের জন্য চালু করতে পারবেন এই সার্ভিস।
ক্লাউড ড্রাইভ
অনলাইন জায়ান্ট অ্যামাজনও ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে চালু করেছে ক্লাউড ড্রাইভ। এর মাধ্যমে বিনামূল্যে ৫ গিগাবাইট অনলাইন ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এর একটি বড় সুবিধা হচ্ছে অ্যামাজন থেকে গান কিনলে তা এই ড্রাইভে সংরক্ষণ করা যাবে বিনামূল্যের পাঁচ গিগাবাইট স্টোরেজের বাইরেই। অর্থাত্ অ্যামাজন থেকে কেনা গান সংরক্ষণের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। অনলাইনে গান সংরক্ষণের জন্য এটি খুব ভালো একটি সার্ভিস। www.amazon.com/clouddrive ঠিকানা থেকে চালু করা যাবে এটি।
উপরোক্ত লিখাটি অনুলিখন করা হয়েছে,  তরিকুর রহমান সজীব ভা্য়ের লিখা থেকে। ধন্যবাদ ।

Tuesday, May 29, 2012

ভাগ্য বদলের নামে প্রতারণা


ভাগ্য বদলের নামে প্রতারণাঃ  সচেতনামূলক পোস্ট
মানুষ আর কত প্রতারিত হবে  ভন্ডদের হাত থেকে, ভাবুন ও চোখ মুখ খোলা রাখুন  !
মানুষ ঠকানোই এক শ্রেণীর ব্যবসায়ীর পেশা তাদের হাতের মুঠোয় থাকে জিন-পরী! কেউ গুরুসম্রাট আবার কেউবা মুশকিলে আসান প্রলোভনমূলক নানা কথা বলে মওকা বুঝে নানা সমস্যার রক্ষাকবচ হিসেবে তারা বিক্রি করছেন রকমারী নামের পাথর ভাগ্য বদলের আশায় চড়া দামে পাথর কিনে অনেকেই হচ্ছেন প্রতারিত কিন্তু পাথরে কি আসলে ভাগ্য ফেরে?
সব সমস্যার সমাধান এক জায়গায়
স্বামী-স্ত্রীর মনোমালিন্য, প্রেমে ব্যর্থতা, পড়লেখায় অমনোযোগী, অবাধ্য সন্তানকে বাধ্য করা, শত্রদমন, বিদেশ যাত্রায় বাধা, ব্যবসায় উন্নতি, জাদুটোনা ভূত-জ্বিনের আছড় কাটানো, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, মনের মানুষকে আয়ত্তে আনাÑ সবই তারা করতে পারেন ঐশ্বরিক ক্ষমতায় এমনটাই দাবি তাদের মনভোলানো বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করার পথ করে নেন তারা আর সহজ সরল মানুষকে ফতুর করে রাস্তায় ছুড়ে ফেলাই হল তাদের শেষ চিকিৎসা এমন বহু উদাহরণ সমাজে তারপরও তাদের জাদুর পরশ হাতছানি দিয়ে ডাকছে বিপদগ্রস্তদের হয়তো সমস্যার সমাধান হবেÑ আশায় ছুটে যান তারা অনেকের সমস্যার সমাধান হয়তো প্রাকৃতিকভাবেই হয়ে যায় কিন্তু তারা ভাবে পাথর কিংবা পীরের জন্যই হয়তো সমাধান সম্ভব হয়েছে
জ্যোতিষ শাস্ত্র কি বিজ্ঞান?
প্রশ্ন যেমন আগেও ছিল এই একবিংশ শতাব্দীতেও আছে বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষা, তত্ত্ব-উপাত্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রহস্য š§াচন করে বিজ্ঞানের বিভিন্ন পর্যায়কে ভাগ করলে আটটি ধাপ পাওয়া যায় সেগুলো হল : . পর্যবেক্ষণ . তুলনাকরণ . শ্রেণীকরণ . পরিমাণ নির্ধারণ . পরিমাপন . পরীক্ষা-নিরীক্ষা . সিদ্ধান্ত গ্রহণ . ভবিষ্যদ্বাণীকরণ জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানের এসব পর্যায় অবলম্বন করে গড়ে ওঠেনি বলে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়
ইসলামের দৃষ্টিতে জোতিষশাস্ত্র
যারা পাথরের ব্যবসায় করছে তারা বিশেষ করে ইসলাম ধর্মের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করে ব্যবসায় করছে জাদু, ভাগ্য গণনা, গণক, জ্যোতিষী, জাদুকর ভেলকিবাজ ফকিরের শরণাপন্ন হওয়ার ব্যাপারে হুশিয়ার করে লালবাগ শাহী মসজিদের ইমাম বলেন, প্রথমত ইসলামে ধোঁকাবাজদের কোন জায়গা নেই দ্বিতীয়ত আল্লাহকে দূরে ঠেলে দিয়ে রিজিক ভাগ্য বদলানোর জন্য পাথরকে বিশ্বাস করলে আল্লাহর সাথে শিরক করা হবে আর আল্লাহতায়ালা সব গোনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না তাই মুসলমানদের এই ফিতনাহ থেকে সতর্ক থাকতে হবে
জ্যোতিষীরা ফুটপাত ছেড়ে অভিজাত বিপণিতে
এক সময় রাস্তার পাশে ফুটপাতে জ্যোতিষীদের সন্ধান মিলত সময়ের বিবর্তনে তারা এখন উঠে এসেছেন অভিজাত বিপণিতে বিশেষ করে ঢাকার প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটিতে বর্তমান ২৪ জন মালিকের ৩৩টি জ্যোতিষী ফার্ম রয়েছে ঠান্ডা হিমেল হাওয়া এসব বিপণিতে সাধারণ মানুষ এসে প্রতারণার শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষের বহুবিদ সমস্যার সমাধানকল্পে তথাকথিত এসব জ্যোতিষীর কাছে এসে সহসাই আরও বিপদগ্রস্ত হচ্ছেন কারও সমস্যা বাড়লেই তাদের ইনকাম বারে আগে এসব জ্যোতিষীদের প্রতিদিনের ইনকাম দিয়ে পেট চালানো কষ্টকর হলেও এখনকার জ্যোতিষীরা থাকেন আলিশান বাড়িতে চড়েন পৃথিবীর শ্রেষ্ঠ ব্র্যান্ডের লেটেস্ট মডেলের গাড়িতে কী নেই তাদের? অন্য লোকের সমস্যা সমাধান করার নামে অর্জিত টাকায় নিজের সব সমস্যার সমাধান করছেন
জ্যোতিষশাস্ত্র থেকে ফিরে এলেন হাসান কবির
তিনিও অন্যদের মতো সাধারণ মানুষের সমস্যা দেখলে তাদের পকেট কাটতেন এক বছর বসুন্ধরা সিটির লেবেল-- তিনি ভাগ্য বদলানো পাথর ব্যবসায় করেছেন রীতিমতো অল্প সময়ে তার নাম ডাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে প্রতিদিন তার ভাগ্য বদলানো কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে মানুষ ঠকাতে ঠকাতে হঠাৎ তার বিবেক জাগ্রত হলে উপলব্ধি হয় তিনি অন্যায় করছেন এরপর সিদ্ধান্ত নেন তিনি আর মানুষ ঠকাবেন না গত পহেলা বৈশাখ থেকে তিনি তার ভাগ্য বদলানো পথর ব্যবসায় বন্ধ করে দিয়েছেন এখন তিনি চেষ্টা করছেন সাধারণ মানুষ যেন এখান থেকে প্রতারিত না হয় কেউ তার কাছে ভাগ্য বদলানোর পরামর্শ নিতে এলে তিনি আগে আগত ব্যক্তির সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করছেন
বিখ্যাত কয়েকজন প্রতারক জ্যোতিষীর কীর্তি
উদাহরন এক - বসুন্ধরা সিটির ব্লক-, লেভেল--এর ৯টি বিলাসবহুল দোকান ইজমার মালিক ভাগ্য বদলানো পাথর ব্যবসায়ী মঞ্জু উর রহমান প্রতিদিন তার দোকানে - লাখ টাকা বিক্রি হয় কিন্তু ভ্যাট-ট্যাক্স কীভাবে দিতে হয় তা তার জানা না থাকলেও তিনি বলেন, আমরা ঠিকমতো ভ্যাট-ট্যাক্স পরিশোধ করি সর্বশেষ কবে কত টাকা ভ্যাট-ট্যাক্স দিয়েছেন তা জানতে চাইলে তিনি বলেন, আমরা ব্যবসায় শুরুর সময় চার হাজার টাকা রাজস্ব বোর্ডে জমা দিয়েছি মাত্র এক বছর আগে একটি দোকান দিয়ে ব্যবসায় শুরু করলেও বর্তমান বসুন্ধরা সিটিতে তার ৯টি দোকান তিনি পড়াশোনা করেননি বলে নিজের নামও ঠিকমতো স্বাক্ষর করতে পারেন না তিনি জ্যোতিষশাস্ত্র কোথাও থেকে শেখেননি তবে পেশায় এসেছেন জ্যোতিষীদের অনুরোধে বর্তমান তার তত্ত্বাবধায়নে জন জ্যোতিষী চাকরি করেন গত ২৬ মে বসুন্ধরা সিটিতে অবস্থিত তার নিজস্ব কার্যালয় ইজমাতে গেলে তাকে পাওয়া যায়নি পরে ২৭ মে মধ্যরাতে তার সঙ্গে মোবাইলে কথা হয় তখন তিনি নিজ গাড়িতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন অন্য লোকের সব সমস্যার সমাধান করতে পারলেও তখন তিনি স্ট্রোকজনিত কারণে চিকিৎসা করাতে ব্যাংককের দিকে যাচ্ছেন আগামী জুন তার দেশে ফেরার কথা তিনি যাওয়ার সময় এই প্রতিবেদককে জানান, অনেক জায়গায় মানুষ পাথর কিনে প্রতারিত হলেও আমার এখানে কারও প্রতারিত হওয়ার রেকর্ড নেই
উদাহরন দুই - কানাডার নাগরিকত্বের জন্য আরাফাত নামের এক ব্যক্তি পত্রিকায় সব মুশকিল আসানের বিজ্ঞাপন দেখে সাইকি ভবনের মালিক পীরজাদা, মহাগুরু, জ্যোতিষসম্রাট . জীবন চৌধুরীকে ফোন করেন সমস্যা সমাধানের ১০০ পার্সেন্ট নিশ্চয়তা দেন তিনি বলেন, তোর শনি খারাপ শনি ভালো করতে পৃথিবীর মাথায় ৭টি গরু কোরবানি দিতে হবে জন্য টাকা লাগবে লাখ দিনের মধ্যে কানাডার নাগরিকত্ব পেয়ে যাবি আরাফাত প্রথমে তাকে তিন লাখ টাকা দেন কিন্তু যথাসময়ে কাজ না হলে জ্যোতিষী বলেন, বাম হাতে টাকা দিয়েছিস বলে তোর কাজ হয়নি তুই আবারও ডান হাতে তিন লাখ টাকা পাঠা আবারও টাকা পাঠালে যথাসময়ে কোন কাজ না হলে আরাফাত টাকা ফেরত চান তখন জীবন বলেন, তুই তিন দিনের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যাবি সে ব্যবস্থা করে রাখলাম প্রতারণা বুঝতে পেরে দেশে চলে আসেন আরাফাত তিনি ্যাব -এর কাছে লিখিত অভিযোগ করেন অভিযোগে ্যাব জীবন চৌধুরীকে গ্রেফতার করে ২০০৮ সালের ৩০ জুন জীবনের আখড়া সাইকি ভবন থেকে উদ্ধার করা হয় নানা ধরনের গোলক, বিভিন্ন রঙের পাথর, ছদ্মবেশ ধরার কাজে ব্যবহƒ বিশেষ ধরনের আলখাল্লা, মাদকদ্রব্য সেই সঙ্গে জীবন চৌধুরীর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয় অর্ধশতাধিক পর্নো ভিডিও যেগুলোতে বিভিন্ন নারীর সঙ্গে যৌনকাজে লিপ্ত দেখা যায় জীবন চৌধুরীকে পরে ্যাবের জিজ্ঞাসাবাদে জীবন স্বীকার করে, যেসব নারীর বাচ্চা হয় না বা বন্ধ্যত্বের সমস্যা নিয়ে তার কাছে আসত তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন তিনি এতে অনেকে গর্ভবতী হয়ে যেত জীবন চৌধুরীকে সোপর্দ করা হয় পল্টন থানায় মাস জেল খেটে জামিনে বেরিয়ে আসেন এখন তিনি আবারও ওই ব্যবসায় শুরু করেছেন
উদাহরন  তিন -  রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-, ব্লক ডি-এর ৭০ ৭১ নম্বর দোকান নিয়ে ২০০৯ সাল থেকে আলিশান আস্তানা তৈরি করেছেন লিটন দেওয়ান চিশতি নিজেকে তিনি জ্যোতিষরাজ পীরে কামেল হিসেবে দাবি করেন তিনি পাথর বিক্রি করে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন চড়েন পাজেরো গাড়িতে তার স্লোগানÑ আর হতাশা নয় সফলতার জন্য আসুন তিনিও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন লিটন দেওয়ানের দাবি, যে কোন মুশকিলের আসান তিনি করে দিতে পারেন মুহূর্তেই ! জন্য তিনি রাশি গণনা করে পাথর দেন ছাড়া মন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান করে থাকেন তিনি ৯০ সাল থেকে পেশায় আছেন বংশগতভাবে তার পেশায় আসা তবে তিনি নিজেই বলেছেন, তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস যে পেশায় তিনি আছেন সে পেশায় শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন নেই তার আস্তানায় গেলে দেখা যায়, অনেক মন্ত্রী-এমপির সঙ্গে তার ছবি অনেকের কাছ থেকে তিনি পুরস্কার নিচ্ছেন তার দাবি মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেক ভিআইপি তার ক্লায়েন্ট তিনি বলেন, যে কোন মানুষের মুখ দেখেই আমি তার অতীত, বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারব! লিটন দেওয়ানের সঙ্গে সাক্ষাতের ভিজিট ৫০০ টাকা তিনি ৫০০ থেকে লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামে পাথর বিক্রি করে থাকেন কোরআন বিজ্ঞানসম্মত উপায়ে তার পাথর বিক্রির ব্যবসায় পাথরের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, নবী (সা.) আকিক পাথর পরতেন আর আমরা যখন হজে যাই তখনও একটি পাথরে চুম্বন করি কিন্তু তার সাথে মুশকিল আসানের কি সর্ম্পক তা তিনি বলেননী ।।
দৈনিক যুগান্তর (29/05/12) থেকে – মূল লিখেছেন রিপন মোহাম্মদউল্লাহ এম. মিজানুর রহমান সোহেল