Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Thursday, March 8, 2012

Are you Safe your new Password ?


Be Safe your new Password ?  -- 
 Password means a secret word  or  characters that is used for authentication, to prove identity or gain access. Password should be kept secret. We always use a password to protect file/ doc or online world. Generally we use  common word of numbers as like phone number, birth date, house name, wife or child name etc and helping those in most common password used to losing your data. 



Recently the American security firm “ Transwave” comment & suggested as a uncommon password use more protected. We give you some suggestion what be a  strong password:
a)    least 15 characters, 
b)    b) uppercase / lowercase letters, don’t use family of common words or number,
c)    c) use some simble in middle [ * (  _ - + = { [ } ] : ; @ ' ~(% ^ &)]
Bottom of Form

What password we use, we can get idea, visiting the following site (http://keepass.info/ + http://keepass.info/features.html  ), we get a stong idea about password. “ http://www.passwordmeter.com/” this following  strong password cheker tools,  we easily check our new password, how many strong percentage . At last “http://howsecureismypassword.net/” – this site tell me new password  how many storng.
Many thanks for joing us.

Saturday, March 3, 2012

How to safe your Pc or laptop from Virus

Save Our Pc or Laptop from virous.


We Pc & Laptop user always in anxiety or in  threat attacking virus, missing or loss urgent doc or file, in spite of antivirus. Computer virus and infected through  Pendrive, disk, memory  card or internet using  etc,

To the best way, to protect this virus, we normally use  updated antivirus. Different cause we can’t updated antivirus. But I think  if we alert we can easily relief from this. On what source virus come, if we stop that road virus not come. Fast we stop autorun, because virus active up when the pc or Laptop run, then with helping autorun it effected. Normally virus come from external device, such as pendrive, memory card etc. 

Run the Windows operating system to close the Start \ Run-gpedit.msc then click OK to go. A new window will appear. Select from the computer configuration. The Administrative Templates \ System-go. Now click Turn off Autoplay-two. Then 'Turn off Autoplay' to be enabled and the 'Turn off autoplay on' box 'All drives' to be selected     OK, so  stop Autorun on all types of  external equipment. So virus can not attack.
Tranfering external drives transfer data from a computer virus can attack. Also  there are some software, to not to attack while transferring data. The virus is spread in a large part of the file. Exe file extension is. So if the source is known and accepted. exe file on your computer, it's a good extension.

Thursday, March 1, 2012

Dolancer প্রতারণার ডিজিটাল ফাঁদ


~~ প্রতারণার ডিজিটাল ফাঁদ ~~ ডোল্যান্সার নামের প্রতিষ্ঠানটি তুলেছে ৫০০ কোটি টাকা পাততাড়ি গোটানোর আশঙ্কা(সংগৃহীত)

আপনি বেকার, লেখাপড়া কম জানেন, নো টেনশন। ঘরে কম্পিউটার আর ইন্টারনেট থাকলেই হবে। আয় করতে পারবেন ডলার। ৫০টি বিজ্ঞাপনে ক্লিক করলেই প্রতিদিন এক ডলার! মাস শেষে ৩০ ডলার, যা বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকারও বেশি। অথচ বিনিয়োগ করতে হবে এককালীন মাত্র সাড়ে সাত হাজার টাকা!’_ ধরনের লোভনীয় আয়ের কথা বলেডোল্যান্সার’, ‘ল্যান্সটেকইত্যাদি নামের ইন্টারনেটভিত্তিক বেশ কয়েকটি এমএলএম প্রতিষ্ঠান চটকদার ফাঁদ পেতে বসেছে। আর এদের প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন হাজার হাজার বেকার তরুণ-তরুণী। তাঁদের ফ্রিল্যান্স কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে ভুঁইফোঁড় প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এক হিসাবে দেখা গেছে, সারা দেশে প্রায় সাড়ে চার লাখ মানুষের কাছ থেকে সদস্য বানানোর কথা বলে ডোল্যান্সার ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে ৫০০ কোটি টাকারও বেশি। সদস্যরা প্রথম দিকে সামান্য কিছু আয়ের মুখ দেখলেও এখন আর কিছুই পাচ্ছেন না। ডোল্যান্সারের অফিসে গিয়ে তাঁদের এখন ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আশঙ্কা বাড়ছে, ডোল্যান্সারের মতো এমএলএম প্রতিষ্ঠানগুলো যেকোনো সময় পাততাড়ি গুটিয়ে উধাও হতে পারে।
গত ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কম্পানিগুলো মানুষের কাছে স্বপ্ন বিক্রি করে তাদের অনেককে নিঃস্ব করছে। ধরনের প্রায় ৬৯টি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। প্রতারণার অভিযোগ পাওয়ার পর নতুন করে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।
গত বছর চটকদার ওয়েবসাইট তৈরি করে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে সদস্য সংগ্রহ শুরু করে ডোল্যান্সার। রাজধানীতে রয়েছে তাদের একাধিক অফিস। কার্যালয়ে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে কিছুদিন তাদের ক্লিকের আয়ের টাকা দেওয়া হলেও গত জানুয়ারি মাস থেকে তা বন্ধ রয়েছে। বিভিন্ন ফ্রিল্যান্স কাজের কথা বলা হলেও করার মতো কোনো প্রজেক্ট থাকে না। যেকোনো দিন ডোল্যান্সার অফিস গুটিয়ে উধাও হয়ে যাবে এমন আশঙ্কাও করছেন অনেক সদস্য