Translate

Monday, January 21, 2013

স্থূলতায় আয়ু কমে!

স্থূলতায় আয়ু কমে!
এমনিতেই মুটিয়ে যাওয়া মানুষ তাদের একটু বাড়তি স্বাস্থ্য নিয়ে নানা রকম ঝক্কিতে ভোগেন। তার উপর এবার বাড়তি দুঃসংবাদ হয়ে এসেছে স্থূলতার সাথে মানুষের বেঁচে থাকার সম্পর্কের বিষয়টি। মানুষের খাদ্যগ্রহণের অভ্যাস, শরীরের ওজন এবং বিভিন্ন ওজন বা খাদ্যাভ্যাসের মানুষের গড় আয়ু বিশ্লেষণ করে এমনই একটি আভাস দিয়েছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের দাবী স্থুলতার সাথে অনেকটা হাত ধরাধরি করেই মানুষের শরীরে এসে ভিড় করে হাজারো রোগ। আর এসব রোগই পক্ষান্তরে মানুষের আয়ু কমিয়ে দেওয়া বা বেঁচে থাকার সম্ভাবনা কমায়। বিশেষ করে স্থূলতার সাথে সম্পৃক্ত বা ঝুঁকি তৈরি করা রোগগুলো যেমন বিভিন্ন স্তরের হূদরোগ, ডায়াবেটিস নিদ্রাহীনতা বা শ্বাসকষ্টের মতো অসুখে অনেক মানুষই আয়ু হারাতে পারেন। এ ছাড়া স্থূলতার কারণে ঝুঁকি বাড়ে নানা ধরনের ক্যান্সার ও আর্থাইটিসের মতো রোগেরও। আর এসব কারণে অস্বাভাবিক মুটিয়ে যাওয়া কিংবা শরীরের সাথে মানানসই ওজনের চাইতে বেশি ওজনের অধিকারী ব্যক্তিরা গড়ে ১০ বছর পর্যন্ত কম আয়ুরও অধিকারী হতে পারেন। বিশেষজ্ঞদের গবেষণায় আরেকটি লক্ষণীয় বিষয় হলো মুটিয়ে যাওয়ার সময় ও ধরন। যারা ভাবেন যে শেষ বয়সে কিংবা জীবনের যেকোনো পর্যায়ে সামান্য একটু মুটিয়ে যাওয়া এমন কোনো ক্ষতিকর বিষয় হয় তাদের সাবধান করে দিয়ে এই গবেষকরা বলেছেন, মাঝে মাঝে সামান্য ওজন বৃদ্ধিই স্থূলতার প্রবণতাকে ক্রমাগত বাড়িয়ে তোলে এবং ক্ষীণ দেহের ব্যক্তিরাও মোটা হতে শুরু করার পক্ষ থেকে নানা রোগে ভুগতে শুরু করেন।

0 comments:

Post a Comment