Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Friday, April 25, 2014

চাকরিদাতাদের অভিভূত করতে ৬টি উপায়ে বাড়ান আপনার ইমেজ

চাকরিদাতাদের অভিভূত করতে ৬টি উপায়ে বাড়ান আপনার ইমেজ

চাকরি জন্যে সিভিটি জমা দিলেই বর্তমানে যেকোনো প্রতিষ্ঠান গুগলে আপনাকে খোঁজ করবে। তাই ইন্টারনেটে আপনার পরিচয়টা সুন্দরভাবে থাকা উচিত। এ সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের একটি এক্সিকিউটিভ সার্চ ফার্ম কেএএস প্লেসমেন্টের সিইও কেন সানডিহেম।
. পেশাদার হেডশট আসল চাবিকাঠিএকজন ফটোগ্রাফার ঠিক করে অর্থ খরচ করে সুন্দর ছবি তোলার প্রয়োজন পড়ে না। মোটামুটি ভালো মানের মোবাইল থাকলে তার ক্যামেরা দিয়েই নিজের একটি সুন্দর ছবি পেতে পারেন। অনলাইনে নিজেকে সুন্দর দেখায় এমন একটি ছবি দিন।


. ওয়ার্ডপ্রেস ব্লগ চালু করাএকটা সুন্দর ব্লগ যদি আপনার থেকে থাকে তবে কোনো প্রতিষ্ঠান গুগলে সার্চ দিলে আপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গী বদলে যাবে। ওয়ার্ড প্রেস ডট কম-এ চলে যান। সেখানে ফ্রি সাইন আপ করে অ্যাকাউন্ট খুলে নিন। এই ব্লগটিও আপনার এক ধরনের সিভির মতো কাজ করবে।
. টুইটার অ্যাকাউন্ট খুলে নিনব্লগ খোলার পর টুইটার অ্যাকাউন্ট খুলে নিন। নিজের ক্ষেত্রে নানা রকম পোস্ট দিন এখানে। এর মাধ্যমে আপনার ব্লগের পাঠক বাড়বে। এতে টুইটারে ফলোয়ার বাড়বে আপনার। এই সব বিষয়গুলো মার্কেটিংয়ের কাজ করে।
. গুগল প্লাস অ্যাকাউন্ট প্রত্যেক চাকরিদাতা প্রতিষ্ঠানের নজর কাড়তে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কেন্দ্রিবিন্দুতে থাকতে গুগল প্লাসে একটি অ্যাকাউন্ট খুলে নিন। এতে গুগলে আপনার র‍্যাঙ্ক ভালো হবে। এতে করে কেউ আপনার নাম লিখে সার্চ দিলে ততো ভালভাবে এবং দ্রুত আপনাকে পেয়ে যাবে।
গুগলে দুই ধরনের সুবিধা পেতে পারেন। প্রথমত, গুগল প্লাসে আপনার পোস্টের মাধ্যমে গুগল 'অথার র‍্যাঙ্ক' করবে। আর সেই অথার র‍্যাঙ্ক দিয়েই প্রতিষ্ঠান আপনাকে খুঁজতে আগ্রহী হবে। দ্বিতীয়ত, গুগল প্লাস অ্যাকাউন্ট যখন ব্লগের সঙ্গে যুক্ত করবেন তখন ব্লগের পরই আপনার ছবিটি দেখা যাবে। তাই যখন কোনো প্রতিষ্ঠান আপনার নাম লিখে খোঁজ করবে, তখন ব্লগের পরই আপনার ছবিটা তারা দেখতে পাবে।
. ব্লগের জন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট চালু করুনঅন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হওয়ার পর আপনার কাজটি হবে, ফেসবুকে ব্লগের জন্য একটি অ্যাকাউন্ট খোলা। আপনার যাবতীয় বিষয় মানুষের মাঝে ছড়িয়ে দিতে, পাঠকসংখ্যা বাড়াতে এবং নিজের ব্লগের ত্রুটি বের করতে ফেসবুক একটি দারুণ জায়গা।
. লিঙ্কএডিন অ্যাকাউন্টআপনার সামাজিক যোগাযোগসহ পেশাজীবনের বিস্তারিত তুলে ধরা যাবে লিঙ্কএডিন অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার অভিজ্ঞতার আলোকে এখানে পোস্ট দিতে পারবেন এবং একজন দায়িত্বশীল অভিজ্ঞ চাকরিপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠানের নজর কাড়তে পারবেন।
এই সকল মাধ্যম মিলে প্রতিষ্ঠানের চোখে আপনার গোটা সিভি পরিষ্কার হয়ে উঠবে। কাজেই একটি সুন্দর ব্লগ সাইটের মাধ্যমে নিজের ব্র্যান্ডিং ইমেজ তৈরি করুন ঠিক যেভাবে একটি লোগো একটি প্রতিষ্ঠানকে তুলে ধরে। এ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার উপস্থিতি চাকরিদাতাদের মনে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে দেবে।
সূত্র :  দৈনিক কালের কন্ঠ।