Translate

Thursday, May 31, 2012

তথ্য নিরাপদ ও সুরক্ষিত থাক অনলাইনে


তথ্যের সুরক্ষায় এখন রয়েছে নানান প্রতিষ্ঠানের অনলাইন স্টোরেজ সেবা। এর আগে মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজনর মতো প্রতিষ্ঠান অনলাইন স্টোরেজ সার্ভিস চালু করলেও সম্প্রতি গুগল ড্রাইভ এই সেবা উন্মুক্ত করেছে গুগল। 
সময়ের সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটনির্ভর নানান অ্যাপ্লিকেশন আর সেবা বদলে দিচ্ছে আমাদের কাজের ধরন। ইন্টারনেটনির্ভর নানান সেবার মধ্যে সাম্প্রতিক সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন স্টোরেজ। তথ্যকে সুরক্ষিত রাখা যখন বিশ্বব্যাপী অত্যন্ত আলোচ্য একটি বিষয়, তখন অনলাইন স্টোরেজই যেন এক্ষেত্রে গ্রহণযোগ্য একটি সমাধান হিসেবে হাজির হয়েছে। নানান ধরনের অনলাইন স্টোরেজের তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন গুগল ড্রাইভ নামে গুগলর অনলাইন স্টোরেজ সার্ভিস। নানান আধুনিক সব ফিচার নিয়ে শুরুতেই এটি অনলাইন স্টোরেজ হিসেবে শক্ত একটি অবস্থান তৈরি করে নিয়েছে।
বহু প্রতীক্ষার গুগল ড্রাইভ
গুগল এক বছরেরও বেশি সময় পূর্বে ঘোষণা দিয়ে রেখেছিলো তাদের অনলাইন স্টোরেজ সার্ভিসের। তবে ঘোষণার পরে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো সাড়াশব্দ করেনি গুগল। এর মাঝে অ্যামাজন, মাইক্রোসফট এবং অ্যাপলও তাদের অনলাইন স্টোরেজ সেবা চলু করে ফেলে। চলতি বছরের শুরুতেই অবশ্য আবারও প্রযুক্তি বিশ্বে গুঞ্জন ছড়িয়ে পড়ে অনলাইন স্টোরেজ গুগলর যাত্রার। অবশেষে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মাসের শেষ সপ্তাহে যাত্রা শুরু করে এই সেবা গুগল ড্রাইভ নাম নিয়ে। অনলাইনে নিজের একটি হার্ডড্রাইভ হিসেবে কাজ করবে বলেই এর নামের সাথে ড্রাইভ শব্দটিকে জুড়ে দিয়েছে গুগল। http://drive.google.com থেকে চালু করা যাবে এই সার্ভিস।
যা আছে গুগল ড্রাইভে
গুগল ড্রাইভের স্লোগানে রয়েছে কিপ এভরিথিং, শেয়ার এভরিথিং বা সবকিছু রাখুন, যেকোনো কিছু শেয়ার করুন। অর্থাত্ যেকোনো কিছু সংরক্ষণ এবং শেয়ার করার জন্যই রয়েছে গুগল ড্রাইভ। আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিপল অপারেটিং সিস্টেম, মাল্টিপল ডিভাইস, মাল্টিপল ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা। অর্থাত্ যেকোনো স্থান থেকে যেকোনো ডিভাইসের মাধ্যমেই অ্যাকসেস করা যাবে গুগল ড্রাইভ। প্রাথমিকভাবে উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমসহ সব ধরনের পিসি, ল্যাপটপ, নেটবুক, নোটবুক, অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং স্মার্টফোন থেকে ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ। খুব শীঘ্রই আইফোন এবং আইপ্যাডের জন্যও চালু করা হবে এই সেবা। গুগল ড্রাইভে রয়েছে পাঁচ গিগাবাইট বিনামূল্যের স্টোরেজ সুবিধা।
সংরক্ষণ ও শেয়ারিং
গুগল ড্রাইভে নিরাপদে সংরক্ষণ যায় সব ধরনের ফাইল। পাশাপাশি গুগল ড্রাইভে রক্ষিত ফাইলগুলোকে শেয়ার করা যায় যে কারও সাথেই। এক্ষেত্রেই নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডারকে নির্বাচিত এক বা একাধিক ব্যক্তির সাথে সুবিধামতো শেয়ার করা যাবে।
একসাথে তৈরি করুন ফাইল
গুগল ডকসের মতো গুগল ড্রাইভেও সংরক্ষিত বিভিন্ন ফাইলকে অনলাইনে একাধিক ব্যক্তি মিলে সম্পাদনা করা যায়। একাধিক ব্যক্তি একসাথে নতুন ওয়ার্ডফাইল, স্প্রেডশিট বা প্রেজেন্টশন ফাইল তৈরি বা সম্পাদনা করার সময় যেকেউ যেকোনো পরিবর্তন সেই ফাইলে করলে তা সাথে সাথেই দেখতে পারবে সংশ্লিষ্ট সকলেই।
সব ধরনের ফাইল দেখার সুবিধা
গুগল ড্রাইভে যেমন সুবিধা রয়েছে সব ধরনের ফাইল সংরক্ষণ করার, তেমনি গুগল ড্রাইভে যেকোনো ফরম্যাটের ফাইলই ওপেন করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ফাইলটি চালু করার জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি আপনার পিসিতে ইন্সটল করা না থাকলেও চলবে। যেমন ধরুন গুগল ড্রাইভে আপনার একটি ইলাস্ট্রেটর ফাইল সংরক্ষিত রয়েছে, কিন্তু আপনার পিসিতে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইন্সটল করা নেই। সেক্ষেত্রেও গুগলড্রাইভ থেকেই আপনি সরাসরি ফাইলটি ওপেন করে দেখতে পারবেন। ইলাস্ট্রেটর ছাড়াও ফটোশপ, এইচডি ভিডিওসহ নানান ধরনের ফাইল ফরম্যাটের জন্য এই সুবিধা রয়েছে গুগল ড্রাইভে।
শেয়ার করুন জিমেইল এবং গুগল প্লাসে
গুগল ড্রাইভ থেকেই সরাসরি এখন জিমেইল এবং গুগল প্লাসে শেয়ার করা যাবে। ফলে জিমেইলে আর বড় বড় ফাইল অ্যাটাচ করার কোনো প্রয়োজন হবে না। সরাসরি গুগল ড্রাইভ থেকেই ফাইলটির লিংক শেয়ার করা যাবে। একইভাবে গুগল প্লাসেও আর ছবি বা অন্য কোনো ডকুমেন্ট আপলোড না করে গুগল ড্রাইভের লিংকটি শেয়ার করে দিলেই চলবে।
শক্তিশালী সার্চ ইঞ্জিন
গুগল ড্রাইভে যুক্ত করা হয়েছে শক্তিশালী সার্চ ইঞ্জিন। ফলে গুগল ড্রাইভ থেকে যোকোনো ডকুমেন্ট সহজেই খুঁজে বের করা যাবে। শুধু তাই নয়, গুগল ড্রাইভের সার্চ ইঞ্জিন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ব্যবহার করে স্ক্যান করা ডকুমেন্ট থেকেও টেক্সট খুঁজে বের করতে সক্ষম। আবার ছবি থেকেও ছবি সার্চ করার সুবিধা আছে এতে।
সব ধরনের ডিভাইসে গুগল ড্রাইভ
পিসি, ম্যাকসহ প্রায় সব ধরনের ডিভাইস থেকেই অ্যাকসেস করা যাবে গুগল ড্রাইভ। অ্যানড্রয়েড ট্যাবলেট বা স্মার্টফোন থেকেও ব্যবহার করা যাবে এটি। শীঘ্রই আইফোন এবং আইপ্যাডের জন্যও এর অ্যাপ্লিকেশন নিয়ে আসার ঘোষণা দিয়ে রেখেছে গুগল। ফলে যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকেই গুগল ড্রাইভে রক্ষিত ফাইলে সহজেই অ্যাকসেস করা যাবে। আর স্বয়ংক্রিয়ভাবে সিনক্রোনাইজেশনের সুবিধা থাকায় যেকোনো ডিভাইস থেকে কোনো পরিবর্তন ঘটালে অন্য ডিভাইসগুলোতেও তা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে।
অনলাইন স্টোরেজের অন্যান্য সার্ভিস
গুগল ড্রাইভের মাধ্যমে অনলাইন স্টোরেজে গুগল প্রবেশ করলেও এর মধ্যেই এক্ষেত্রে জনপ্রিয় কিছু সার্ভিস যাত্রা শুরু করেছে অনেক আগেই। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানও চালু করেছে অনলাইন স্টোরেজ সার্ভিস। অনলাইন স্টোরেজ গুগলর প্রতিদ্বন্দ্বী কয়েকটি সার্ভিসের কথা এখানে সংক্ষেপে তুলে ধরা হলো।
ড্রপবক্স
অনলাইন স্টোরেজ হিসেবে একদম শুরুর দিকে যাত্রা শুরু করে ড্রপবক্স। খুব সহজেই ড্রপবক্সের মাধ্যমে পিসিতে রক্ষিত ফাইলকে অনলাইনে শেয়ার করা যায় এবং অনলাইনে ব্যাকআপ রাখা যায়। এই সার্ভিসেও নানান ধরনের অপারেটিং সিস্টেম এবং ডিভাইস থেকে অ্যাকসেস করার সুবিধা রয়েছে। এতে অবশ্য বিনামূল্যে স্টোরেজ পাওয়া যায় ২ গিগাবাইট। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইফোন, আইপ্যাড, অ্যানড্রয়েড এবং ব্ল্যাকবেরিতেও ব্যবহার করা যায় ড্রপবক্স। www.dropbox.com থেকে ডাউনলোড করা যাবে ড্রপবক্স।
স্কাইড্রাইভ
অনলাইন ক্লাউড স্টোরেজ হিসেবে মাইক্রোসফট চালু করে স্কাই ড্রাইভ সার্ভিসটি। শুরুতে ২৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ নিয়ে যাত্রা শুরু করলেও স্কাইড্রাইভে এখন ৭ গিগাবাইট বিনামূল্যে ব্যবহার করা যায়। এখানেও যেকোনো ফাইল শেয়ার করার সুবিধা রয়েছে আর ডিভাইস এবং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও প্রায় সবই সমর্থন করে এটি। আর এতে মাইক্রোসফট অফিস সংযুক্ত রয়েছে। ফলে অফিস ফাইলগুলো এতে ব্যবহার অনেক সুবধািজনক। http://windows.microsoft.com/en-HK/skydrive/home ওয়েব ঠিকানা থেকে ব্যবহার করা যাবে এই সার্ভিস।
আই ক্লাউড
টেক জায়ান্ট অ্যাপল তাদের ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে চালু করেছে আইক্লাউড। আইক্লাউড অবশ্য কাজ করবে কেবল অ্যাপল ডিভাইসের জন্যই। এখানেও রয়েছে বিনামূল্যে ৫ গিগাবাইট স্টোরেজ ব্যবহারের সুবিধা। এখানেই  অ্যাপল ডিভাইসগুলোর জন্য গান, ছবিসহ সব ধরনের ফাইল রাখা যাবে। আইওএস ডিভাইসগুলোর জন্য ব্যাকআপও রাখা যাবে এতে। www.apple.com/icloud ঠিকানা থেকে আইডিভাইসের জন্য চালু করতে পারবেন এই সার্ভিস।
ক্লাউড ড্রাইভ
অনলাইন জায়ান্ট অ্যামাজনও ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে চালু করেছে ক্লাউড ড্রাইভ। এর মাধ্যমে বিনামূল্যে ৫ গিগাবাইট অনলাইন ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এর একটি বড় সুবিধা হচ্ছে অ্যামাজন থেকে গান কিনলে তা এই ড্রাইভে সংরক্ষণ করা যাবে বিনামূল্যের পাঁচ গিগাবাইট স্টোরেজের বাইরেই। অর্থাত্ অ্যামাজন থেকে কেনা গান সংরক্ষণের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। অনলাইনে গান সংরক্ষণের জন্য এটি খুব ভালো একটি সার্ভিস। www.amazon.com/clouddrive ঠিকানা থেকে চালু করা যাবে এটি।
উপরোক্ত লিখাটি অনুলিখন করা হয়েছে,  তরিকুর রহমান সজীব ভা্য়ের লিখা থেকে। ধন্যবাদ ।

0 comments:

Post a Comment