Translate

Tuesday, May 29, 2012

পিটিসি পাগলরা একটু কষ্ট করে পড়েন। উপকারে আসবে


পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
প্রথমেই টেকটিউনস পরিবারের সকল সদস্যকে আমার সালাম অভিনন্দন
অনেক বড় পোস্ট করেছি, একটু ধৈর্য সহকারে পড়বেন। আশা করছি সকলেরই উপকার হবে
পৃথিবীতে বাঁচার জন্য জীবিকা অর্জন করতে হয়। কিন্তু জীবিকা অর্জনই মূল উদ্দেশ্য নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মূল উদ্দেশ্য। তাই আমরা জীবিকার পেছনে ছুটতে ছুটতে যেন আল্লাহকে ভুলে না যাই সেদিকে সবাই লক্ষ্য রাখব
ফেসবুকে আমার ১টি পেইজ আছে যেখানে অনেক ভাল ভাল কথা বার্তা শেয়ার করা হয় ভাল লাগলে পেইজটিতে লাইক দিতে ভুলবেন না। আপনি নিজে উপকৃত হন অন্যকেও উপকৃত করুন
কিছুক্ষন আপনাদের অপ্রাসন্গিক কথা বলে বিরক্ত করার জন্য দুঃখিত।
এবার মূল কথায় আসি
আমরা ইদানিং অনেকেই বিশেষ করে ছাত্র-ছাত্রী ভাই বোনেরা পিটিসি সাইট গুলোকে পার্ট টাইম ইনকাম এর মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছি। অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরাও দেখা গেছে পিটিসি কে বেছে নিয়েছে। আর নিবেই না কেন বলেন ঢাকা শহরে রাস্তা ঘাটের যে অবস্থা অন্যের বাসায় গিয়ে টিউশনি করিয়ে শরীরের এনার্জি নষ্ট করার চেয়ে ঘরে বসে পিটিসি করাই ভাল
কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের পিটিসি সাইট গুলোকে বিশ্বাস করা অনেক কঠিন। কারন বাংলাদেশে পর্যন্ত অনেক এমএলএম কোম্পানী মানুষের টাকা ছিনিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। আমরা প্রতারনার স্বিকার হতে হতে বা হতে দেখে আমাদের মনমানসিকতা পরিবর্তন করে ফেলেছি। আমাদের মধ্য থেকে বিশ্বাস উঠে গেছে। এখন আমরা আর কোন কিছু সহজে বিশ্বাস করতে পারিনা
যাই হোক প্রথমে পিটিসি সাইট এর কিছু অপকারিতা তুলে ধরছি:-
. কখন কোম্পানী উধাও হয়ে যাবে তার গেরান্টি কেউই দিতে পারবে না
. সময়ের অপচয়
. অগ্রীম অর্থ প্রদান ( যা অনেকের পক্ষেই সম্ভব নয় )
. যারা চেয়ারে বসে কাজ করেন তাদের বয়সকালে বাতের ব্যাথা হতে পারে যা সেই সময়ের জন্য একটা চরম pain
. এটি আপনাকে অলস করে দিবে
. সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ যখন একবার পিটিসি সাইট থেকে পেমেন্ট পায় তার পর থেকে সে লোভে পড়ে যায়। ইনকাম বৃদ্ধি করার জন্য আরো - বা -১০ টা একাউন্ট খুলে বসে। লোভ করবেন না, কারন লোভে পাপ আর পাপে মৃত্যু
পিটিসি সাইটের কিছু বৈশিষ্ট্য:-
. বাংলাদেশের বিশেষ করে ঢাকার প্রেক্ষাপটে এটি একটি অতি আরামদায়ক কাজ। যারা রাস্তাঘাটে বের হন তারা জানেন। জার্নি করে অফিসে গিয়ে কাজ করা কত কষ্টকর বাংলাদেশে
. এর দ্বারা ছাত্র-ছাত্রীদের সাময়িক হাত খরচ ( যা তারা বাবা মায়ের কাছে চাইতে পারে না ) মেটানো সম্ভব। কিংবা তার চেয়েও বেশী
. পিটিসিতে নেটওয়ার্কিং এর মাধ্যমে ভাল পরিমান অর্থ আয় করা সম্ভব। যদি কোম্পানী থাকে। ঘাবরানোর কারন নেই যতদিন কোম্পানী থাকবে ততদিন টাকা পাবেন। কারন Dolancer,  Skylancer  এগুলোর বিরুদ্ধে প্রথম প্রথম অনেক গুঞ্জন ছড়িয়েছিল কিন্তু এরা এখন পর্যন্ত বন্ধ হয়নি। এবং সবার পেমেন্টও ঠিকমত দিচ্ছে। কিন্তু কিছু কিছু কার্যক্রমের জন্য এরা মানুষের মন থেকে উঠে যাচ্ছে
পিটিসি সম্পর্কে কিছু উপদেশ :-
প্রতিটি মানুষের নিজস্ব টা Identity থাকতে হয়। For Example  আপনি ভার্সিটিতে পড়েন। এটা হল আপনার Identity. আপনি Business  করেন আপনার Business Organization হচ্ছে আপনার Identity. আপনি কোন কোম্পানীতে চাকরি করেন সেই কোম্পানী হচ্ছে আপনার Identity. যেগুলোর কারনে মানুষ আপনাকে সম্মান করে বা দেয়
কিন্তু পিটিসি কখনোই আপনার কোন Identity বহন করেনা। পিটিসি কে কখনোই অর্থ উপার্জনের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়ে ভুল করবেন না। আমাদের সমস্যা হল আমরা কোন পিটিসি থেকে বার পেমেন্ট পেলে লোভে পড়ে যাই এবং পিটিসিতে আরো - টা একাউন্ট নিয়ে নেয়। কেউ কেউ ১০-১২ টা একাউন্টও নেয়। কাজ গুলো কখনো করবেন না। এটা আপনার জীবনে অনেক বড় ক্ষতি বয়ে আনবে। আপনি অন্যান্য কাজের পাশাপাশি পিটিসিকে পার্ট টাইম হিসেবে বেছে নিতে পারেন
যারা সাময়িক কিছু চাহিদা মেটানোর জন্য অন্য কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে পিটিসিতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিছু ট্রিকস এবং উপদেশ:-
পিটিসি তে ঢোকার আগে সবার মনে টা প্রশ্ন থাকে যা হল:- “ কোম্পানী ঠিকমত পেমেন্ট দেয় তো? কোম্পানী উধাও হয়ে যাবে না তো?”
আপনাকে যেকোন পিটিসি সাইটে ঢুকতে হলে বিশ্বাস নিয়ে ঢুকতে হবে যে যতদিন কোম্পানী থাকবে ততদিন আপনি পেমেন্ট পাবেন। আর যদি আপনি ঢোকার সাথে সাথে কোম্পানী বন্ধ হয়ে যায় সেটা আপনার দুর্ভাগ্য
 তারপরেও ভাল পিটিসি সাইট কি করে বুঝবেন তার কিছু ট্রিকস্ শিখিয়ে দিচ্ছি:-
. পারলে আমেরিকান পিটিসি সাইট গুলোতে Join করবেন। কারন আমেরিকা এমন একটি দেশ যেখানে আইন ব্যবস্থা অনেক করা। সেখানে কোন নতুন কোম্পানী চালু করতে হলে সব ধরনের legal কাগজপত্র সরকারকে show করে তারপর চালু করতে হয়। আর সেখানে Police এর চোখকে ফাঁকি দিয়ে টা ভুয়া কোম্পানী চালু করা এত সহজ নয়। আর যদি কেউ করেও থাকে তাহলে সে নিশ্চই চরম টা চিজ চরম টেলেন্টেড কোন ব্যক্তি হবে। যাই হোক আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে বাংলাদেশের চেয়ে ঐসব দেশের সিকিউরিটি অনেক বেশী
. বিদেশী কোম্পানীগুলোর মধ্যে neobux  হচ্ছে নাম্বার ওয়ান পিটিসি সাইট যা পিটিসি যগতে অন্যরকম বিশ্বাস অর্জন করেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সাইটে কাজ করে কারো পোষায় না
. আপনারা বলতে পারেন ওয়েবসাইট আমেরিকান নাকি কোন দেশের সেটা বুঝব কি করে। আপনারা website informer গিয়ে পিটিসি সাইটের এড্রেস লিখে এন্টার দিলে সাইটের সব ইনফরমেশন পাবেন। খেয়াল রাখবেন ওয়েবসাইটের মালিকের ঠিকানা দেয়া আছে কিনা। যদি মালিকের ঠিকানা Hide  থাকে তাহলে পিটিসি সাইটে Join করবেন না
. যেসব সাইটে এড কম দেয় সেসব সাইটে ঢুকবেন। সময়ের অপচয় করবেন না
. Upper line বা Downline কেউ ডলার চাইলে সাথে সাথে Sell করে দিবেন। Bank Transfer এর জন্য Wait করবেন না। কারন ভাল ভাল পিটিসি সাইটগুলো Maximum টাইম হ্যাকারদের কবলে পড়ে
. আপনার লগিন পাসওয়ার্ড এবং ট্রানসেকসন পাসওয়ার্ড একটু কঠিন বড় করে দিবেন
. ওয়েবসাইট তথ্যবহুল কিনা সেদিকে লক্ষ্য রাখবেন ভান্গাচোরা ওয়েবসাইট আর ভাল ওয়েবসাইট দেখলেই বোঝা যায়
অনেক বকবক করলাম। পিটিসির ভাল দিক খারাপ দিক দুটোই তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি। হয়ত আমার এই পোষ্ট কারো ভাল লাগবে কারো খারাপ লাগবে। সবাই মন্তব্য করবেন। আমার ভুলগুলো ধরিয়ে দিবেন
আর যেসব ভাই বোনেরা ভাল কোন বিদেশী সাইট খুজে পাচ্ছেন না তাদের জন্য আমি টি সাইট এর সন্ধান দিচ্ছি। সেটি হল :- অনলাইননেটটুওয়ার্ক  Placement-->> Right
আপনাদের সুবিধার জন্য এই সাইটের বিস্তারিত তুলে ধরছি:-
প্রথমেই বলে রাখি আমার এই টিউনকে আমার Personal Income এর প্রচারোনা মনে করবেন না। আমিরেফারেল লিংক এই জন্যই দিয়েছি কারন এই সাইটে সদস্য হতে হলে অবশ্যই কারো রেফারেল এর মাধ্যমেসদস্য হতে হয়
Onlinenet2work.com  এখানে আপনি কাজ করে টাকা শোধ দিতে পারবেন। অন্যান্য site যেমন 10$ নিয়ে  90$ বাকি রাখে এরা ফ্রী দিয়ে ১০০$ বাকি রাখছে। নিজে আইডি খুলুন এবং বন্ধুদের রেফার করুন।আর কেও যদি BASIC, CLASSIC এবং STANDARD প্যাকেজ নিয়ে আজ থেকেই ইনকাম শুরু করতে চান তারা অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারবেন Liberty Reserve, Paypal, MasterCard, Visa অথবা Upline দ্বরা এজন্য আপনার একাউন্ট লগিন করার পর onlinenet2work.com লিংক গিয়ে পাকেজ সিলেক্ট করে আপগ্রেড করুন পুরো বোনাস প্লান হচ্ছে dolancer, skylancers onlineaddclick এবং bdsclickcenter এর মত। কিছু ক্ষেত্রে ওদের চাইতে একটু বেশি, যেমন বেসিক দিয়েই উদাহরণ দেই এখানে ১০০ ডলার দিয়ে আপগ্রেড করার পর আপনি অ্যাড পাবেন প্রতিদিন ১০ টি মোট ১৫-২০ মিনিটে আয় করবেন প্রতি অ্যাড .১০ সেন্ট করে মোট . $ আর Website classification পাবেন টি প্রতিটি .২৫ সেন্ট করে মোট . $ তাহলে প্রতিদিন .$ প্রতি সপ্তাহে শনি  রবিবার কাজ বন্ধথাকবে। তাহলে মাসে ৪৬$-৪৮$ ডলার রেট ৮০/= করে পাবেন। ব্যাংক থেকেও টাকা তোলা যাবে।  ফ্রি জয়েন করুন এবং করান। কারন যখনই আপনার নিচে থেকে আপনার রেফার করা একটি একাউন্ট আপগ্রেড করবে তখনি আপনি পাবেন ১০% বোনাস তাছারা ম্যাচিং বোনাস 10% করে (উভয় দিক) এবং জেনারেশন বোনাস তো থাকছেই জয়েন করার পর এ্যাড প্রতিদিনের টা প্রতিদিন দেখে শেষ করতে হবে এমন কোন বাধ্যবাদকতা নেই কারন আপনাকে প্রতিটি এ্যাডের জন্য ৭২ঘন্টা সময় দেওয়া হবে আর একটি কথা একাউন্ট খোলার পর প্রথম কাজ পেতে আপনাকে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হতে পারে
টাকা তুলতে পারবেন Western union money transfer অথবা বাংলাদেশের যেকোনো Online Bank এর মাধ্যমে। রেজিষ্ট্রেশন এর পর আপনার মেইল একটা লিঙ্ক যাবে সেটাতে ক্লিক করে আপনার আইডি দিয়ে মেইল ভেরিফাই Activate করুণ।যদি Inbox  না পান তবে Spam Folder   Support লেখা mail Check করবেন
 বিশেষ অনুরোধ:  প্রথমে  www.libertyreserve.com   একটি free (L.R) account  খুলবেন।কারন এই (L.R) account, onlinenet2work.com Form Fill Up করতে লাগবে। মূল Server Maintenance কিংবা লেখা দেখা দিলে Our technical team is working on improving the efficiency of the server. We will be back soon.”   Account পরে Open করবেন
বি:দ্রপ্যাকেজ,টাকা তোলার নিয়ম ইত্যাদি জানার জন্য Onlinenet2work.com  প্রবেশ করে OPPORTUNITY  F.A.Q অপসন দেখবেন
 আর আপনার লগিন ইনফরমেশন গুলো টা খাতায় বা ডায়রীতে লিখে রাইখেন
একাউন্ট খুলতে কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে Knock করতে পারেন। http://www.facebook.com/princestranger
যারা অতি ধৈর্যশীল তারা ফ্রী একাউন্ট খুলতে পারেন। আর যাদের ধৈর্য কম বা ব্যস্ততা বেশী তারা বেসিক একাউন্ট খুলতে পারেন
সবাই ভাল থাকবেন। এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেনআল্লাহ হফেজ
[ টিউন করেছেন : aclomac | প্রকাশিত  Techtumes.com.bd  : 29 May, 2012  ]

0 comments:

Post a Comment