Translate

Wednesday, December 5, 2012

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এল ‘ইল্যান্স’


বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এল ‘ইল্যান্স’

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত ‘ইল্যান্স’। বাংলাদেশে ফ্রিল্যান্সিং সাইটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘটনা এটাই প্রথম। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে ইল্যান্স। 
প্রসঙ্গত, ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সে বাংলাদেশের অবস্থান সপ্তম। ইল্যান্সারের তথ্য অনুযায়ী, সাইটটিতে ২৮ হাজারেরও বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সার কাজ করেন।
৪ ডিসেম্বর বেসিস অডিটোরিয়ামে বাংলাদেশে ইল্যান্সের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে অলসেন। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদুর মামুন খান।
সাইদুর মামুন খান প্রথম আলো অনলাইনকে জানান, বাংলাদেশে ইল্যান্স ভিত্তিক বিভিন্ন প্রচারণা, ফ্রিল্যান্সিং কাজের সুযোগ তৈরিসহ দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করবে। 
সাইদুর মামুন খান আরও জানিয়েছেন, বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের বাজার দ্রুত বাড়ছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে ইল্যান্স কর্তৃপক্ষ। ভবিষ্যতে বিভিন্ন বিভাগে, জেলায় ফ্রিল্যান্স মোবিলাইজার নিয়োগের মাধ্যমে ইল্যান্সের কার্যক্রম আরও বাড়ানো হবে।

1 comment:

  1. আপনার আনন্দের খবরে খুশী হয়েছি, কি ভাবে আমরা এ সাইট থেকে উপকৃত হব জানালে এই মহা বেকারত্বের দেশে আনন্দের বন্যা বইবে।

    ReplyDelete