Translate

Sunday, December 30, 2012

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Daily Manab Jamin, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১২
অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান (অনার্স) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রাত ১০টায় এ ফলাফল প্রকাশ করা হয়। গত ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.nu-bd.net-এ এবং যে কোন মোবাইল থেকে ৪৬৩৬ নম্বরে NUAdmissionRollPIN No লিখে এসএমএস করে পাওয়া যাবে। পরীক্ষায় মোট আবেদনকারী ৪ লাখ ১ হাজার ৩৭৪, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ১৬৮। এতে উত্তীর্ণের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৮৪০ জন। এর মধ্যে বিজ্ঞান গ্রুপে মোট আবেদনকারী ৫৩ হাজার ৩৭৮, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৩১৩ ও উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ১২০। ব্যবসায় শিক্ষা গ্রুপে মোট আবেদনকারী ১ লাখ ৭৪ হাজার ৭৪২, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫ ও উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭৯। মানবিক গ্রুপে মোট আবেদনকারী ১ লাখ ৭৩ হাজার ২৫৪, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৮৫০ ও উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯৪১। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ১ লাখ ৫৭ হাজার ১৪৪ জনকে মেধা অনুসারে তাদের পছন্দক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম মেধা তালিকার এসব শিক্ষার্থীদের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে ইসলাম শিক্ষা/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/আরবি বিষয় বরাদ্দ পেয়েছেন। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখিত ওয়েব সাইটে যথাসময়ে প্রকাশ করা হবে। ভর্তির ফরম সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.result.nu-bd.net) ১ জানুয়ারি থেকে পাওয়া যাবে।

0 comments:

Post a Comment