Translate

Tuesday, July 10, 2012

আউটসোর্সিংয়ে অর্জিত অর্থ আনার উদ্যোগ নিয়েছে সরকার : অর্থমন্ত্রী


আউটসোর্সিংয়ে অর্জিত অর্থ আনার উদ্যোগ নিয়েছে সরকার : অর্থমন্ত্রী


সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্জিত অর্থ সহজে দেশে আনার উদ্যোগ গ্রহণ করেছে।
এজন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অন-লাইন পেমেন্ট গেটওয়ে ‘পে-পল’ সেবা বাংলাদেশে প্রবর্তনের বিষয়েও বাংলাদেশ ব্যাংক আলোচনা করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মিসেস আমিনা আহমেদের প্রশ্নের জবাবে একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতোমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকে ইতোমধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড অন-লাইন পেমেন্ট গেটওয়ে এ্যালার্টপে’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
যার মাধ্যমে বর্তমানে মাত্র ৩ ডলারের চেয়ে কম ব্যয়ে অদৃশ্য সেবার বিপরীতে (যেমন- ডাটা এন্ট্রি/প্রোসেসিং/অপসোর আইটি সার্ভিসেস, বিজনেস প্রোসেস আউটসোর্সিং ইত্যাদি) অর্জিত অর্থ দেশে প্রত্যাবাসন হচ্ছে।
উল্লেখ্য, ওডেক্স থেকে অর্জিত অর্থ প্রতিবার উত্তোলন করতে ভারতীয়দের যেখানে ২ ডলারের কম খরচ করতে হয় সেখানে বাংলাদেশীদের ৩০ ডলার খরচ করতে হয়।
অর্থমন্ত্রী বলেন, পে-পল বর্তমানে বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাব্যতা পরীক্ষা করছে। অচিরেই তাদের সেবাও এদেশের আউটসোর্সিং সেবা প্রদানকারীরা গ্রহণ করতে পারবেন।
Collected from
বিজনেসটাইমস২৪.কম

0 comments:

Post a Comment