Translate

Wednesday, July 4, 2012

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৮]


অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-] :: ইচ্ছেটাই বড় কথা

          
ইচ্ছেটাই বড় কথা। গভীরভাবে ইচ্ছে পোষণ করি, আর ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য আন্তরিকভাবে উদ্যোগী হই, সব অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে। থাকবে না কোন সমস্যা। (আকাশ-কুসুম চিন্তা বাদে)
 
কেউ যদি কোন কাজ করতে চায় তবে তার প্রতি আগ্রহের সৃষ্টি করতে হবে। একবার উৎসাহের সৃষ্টি হলে আর কোন সমস্যা হবে না। অনলাইনে কেউ আপনাকে মুখে তুলে খাইয়ে দেবে না। আপনাকেই নিজ হাতে খাত্তয়া শিখতে হবে। হতে পারে অনেকেই সাহায্য সহযোগিতা করবে। কিন্তু মূল সফলতার চাবি কাঠি কেউ হাতে তুলে দেবে না। তাই প্রথম থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে হবে। প্রথমেই দেখতে হবে কিসের প্রতি আপনার অতিমাত্রায় আগ্রহ রয়েছে। আগ্রহ না থাকলে কোন কাজই হয় না। আপনাকে লেগে থাকতে হবে। প্রথমে বিভিন্ন সাইটের লেখাগুলো দেখেন
   
বোঝার চেষ্টা করেন। প্রাথমিকভাবে কিছু কিছু তথ্য জানার পর এবারে ভালো মত শেখার চেষ্টা করেন। অনেকেই আছেন যারা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় আপনাকে শেখাবে। তবে একটি বিষয় মনে রাখবেন যারা বিষয়ে বিশদ জানেন তারা কিন্তু কাজ করতে করতে শিখেছে এবং অনলাইনে হাতে কলমে কাজ করে যাচ্ছে।তারা ব্যস্ত থাকেন অনলাইনে কাজ নিয়ে। তাই মেসেজ পাঠিয়ে ধৈর্য ধারণ করতে হবে। সে সময় পেলে অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। আপনার কি জানার আছে প্রশ্নগুলো তৈরি করুন ঝটপট পরে ভুলে যেতে পারেন। প্রশ্নগুলো লিখে পাঠিয়ে দিন। উত্তরের জন্য অপেক্ষা করুন। তিনি কি সাজেশন দেয় আপনাকে। তা অনুসরণ করুন। নিয়মিত ভাবে চর্চা করুন। সফলতা আসবেই। হয়তো একটু আগে কিংবা পরে। হতাশ হবেন না কখনোই

 আমাদের ভেতরে কি পরিমাণ গুণ আছে সে সম্পর্কে আমরা বেশির ভাগ মানুষই খবর রাখি না। অন্যের মত হত্তয়ার চেষ্টা করে লাভ নেই। আমি নিজ ক্ষমতা বলে নিজের মত হত্তয়ার  চেষ্টা করি। নিজের মত যদি হতে পারি তবে তার স্বীকৃতি পাবো।অন্য লোকের মত হলে লোকে আমাকে নকল বলবে
 

বাইকে ধন্যবাদ। টেকটিউনস এর সাথে থাকুন। নিয়মিত টিউন করুন
- উপরোক্ত টিউনটি করেছেন : swordfish | প্রকাশিত হয়েছে  টেক্টিউন্ |

0 comments:

Post a Comment