অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৫] :: ফ্রিল্যান্সিং
আমাদের আজকের বিষয়বস্তু ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারনেট স্বাধীনভাবে কাজ করার একটি মাধ্যম। মূলত এম.এস ত্তয়ার্ড থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন,ভিডিত্ত এডিটিং, প্রোগ্রামিং হাজারো কাজ রয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোতে এসকল কাজের যে মুল্য রয়েছ তা কমানোর জন্য আউটসোসিং করে থাকে। যেমন সেখানে একটি কাজ করার জণ্য ঘন্টায় ২০ ডলার খরচ হচ্ছে। অথচ আউটসোসিং এর মাধ্যমে একটি কাজ উন্নয়নশীল দেশে ৫-১০ ডলারে করানো সম্ভব। বর্তমানে আমাদের দেশে অনেকেই এই কাজের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করেছেন।ধারাবাহিকভাবে আলোচনা করা হবে কিভাবে কাজ পাত্তয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
নিজেকে প্রস্তুত করতে হবে প্রতিযোগিতার মাঝে। ধৈর্য এবং অধ্যায়বসার কোন বিকল্প নেই। হুট করেই কোন কাজ পাত্তয়া সম্ভব নয় আবার কাজ না জেনে অগ্রসর হত্তয়া পারতপক্ষে নিজের জন্য তো বটেই দেশের জন্য ক্ষতিকর। কেননা কাজ না জেনে কোন কাজ পেলেন। অথচ সময়মত তা সমাপ্ত করতে ব্যর্থ হলেন। এতে করে নিজের ক্ষতি হল এবং পরবর্তী সময়ে দেশের একটি খারাপ উদাহরণ রয়েছে গেল। পরে সেই বায়ার আর কাজ দিতে চাইবে না এদেশের কাউকে। সত্যিকার অর্থে সেযদি কাজ জেনেত্ত থাকে। তাই নাচতে না পারলে উঠানের দোষ দিয়ে কোন লাভ নেই। আবার কাজ না পেরে বিট করে কাজ না পেলে নিজের কপাল চাপড়ে হাত ব্যাথা করার মত ব্যর্থ প্রয়াস না চালানোই ভালো। সবাইকে ধন্যবাদ।
- উপরোক্ত টিউনটি করেছেন : swordfish | প্রকাশিত হয়েছে টেক্ টিউন্স এ|
0 comments:
Post a Comment