Translate

Thursday, August 22, 2013

শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইল্যান্সে ৭ হাজারের বেশি নতুন বাংলাদেশি

শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইল্যান্সে ৭ হাজারের বেশি          নতুন বাংলাদেশি

অনলাইনে কাজের শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইল্যান্স বুধবার গ্লোবাল অনলাইন এমপ্লয়মেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ইল্যান্সে ৭ হাজারের বেশি নতুন বাংলাদেশি ফ্রিল্যান্সার যুক্ত হয়েছে। এতে আরও জানানো হয়, গত বছরের তুলনায় বিশ্বব্যাপী ইল্যান্সে ব্যবসায়ের উপর নিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫১ শতাংশ এবং এখানে ৮ লাখ বায়ার প্রায় ৮৩০ মিলিয়নের বেশি ডলার খরচ করেছেন। ইল্যান্সের সূত্র মতে, আগামী ২০১৫ সাল নাগাদ এই বাজার ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই বছরের প্রথম দিকে ইল্যান্সে বিশ্বব্যাপী ১ লাখ ৭০ হাজারের অধিক নতুন জব যুক্ত হয়েছে এবং অর্ধ লক্ষাধিক ফ্রিল্যান্সার যুক্ত হয়েছে। বর্তমানে সর্বমোট ২.৮ মিলিয়ন ফ্রিল্যান্সার রয়েছে। এই সময়ে ইল্যান্সে ফ্রিল্যান্সারদের মাধ্যমে ১৩০ মিলিয়নেরও বেশি আয় হয়েছে। এছাড়া ইল্যান্স ব্রিটেন, ফিনল্যান্ড, জার্মানি ও ফিলিপাইনে নিজস্ব অফিস স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। চলতি বছরে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের হায়ারের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুনের তুলনায় এ বছরের জুন মাসে ১৪৫ শতাংশের বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ইল্যান্সে কাজ করেছে এবং আয়ের পরিমাণও অনেক বেড়েছে। আর অধিক আয়ের ফলে বাংলাদেশিদের জব পাওয়া তুলনামূলক সহজ ও বৃদ্ধি পেয়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে ইল্যান্সে ৫ হাজার ৬৫২টি কাজ বাংলাদেশি ফ্রিল্যান্সাররা পেয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে বেশি। ২০১২ সালের ডিসেম্বরে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর থেকে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ বেড়েই চলেছে। শুধুমাত্র গত প্রান্তিকে ইল্যান্সে ৭ হাজারের অধিক বাংলাদেশি ফ্রিল্যান্সার তাদের অ্যাকাউন্ট খুলেছেন। ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান বলেন, “বিশ্বের বিভিন্ন ব্যবসায়ের জন্য বাংলাদেশী ফ্রিল্যান্সারদের প্রতি আগ্রহ দেখান সংশ্লিষ্টরা। সম্প্রতি লক্ষ্য করা গেছে প্রতি মাসে হাজারের বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সার ইল্যান্সে যুক্ত হচ্ছেন। এবং তারা সাধারণ চাকরির থেকে এই কাজে বেশি আয় করছেন।” বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আইটি, প্রোগ্রামিং, ডিজাইন এবং বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন পিএইচপি, এইচটিএমএল প্রোগ্রামিং এবং ওয়ার্ডপ্রেস ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনে তাদের দক্ষতা প্রদান করছে। সবচেয়ে বেশী ফ্রিল্যান্সার নিয়োগ বৃদ্ধি পেয়েছে অ্যাডমিনিস্ট্রিটিভ সাপোর্ট এ (১৯৫ শতাংশ) এবং মার্কেটিং এবং সেলস এ (১৮৫ শতাংশ)। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ, কানাডীয় এবং সিঙ্গাপুরের বায়ার দ্বারা হায়ার হয়ে থাকেন। প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে অবস্থিত প্রাইভেট কো¤পানি ইল্যান্স হচ্ছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস, যেখানে মানুষ বিভিন্নভাবে কাজ করতে পারে। ইল্যান্সে বর্তমানে ১৭০টি দেশের ৮ লাখ বায়ার এবং ২.৮ মিলিয়ন ফ্রিল্যান্সারদের ব্যবহার করে থাকেন।
daily Jugantor -সুমাইয়া রহমান সীমা, প্রকাশ : ২৩ আগস্ট, ২০১৩
- See more at: http://www.jugantor.com/it-technology/2013/08/23/22803#sthash.RFxYi0xg.dpuf

0 comments:

Post a Comment