Translate

Wednesday, August 6, 2014

আসছে বিভিন্ন ব্যাংক এর নিয়োগ পরীক্ষা এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। - সুন্দর ভাবে সব ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিন অনলাইন-এ।

আসছে বিভিন্ন ব্যাংক এর নিয়োগ পরীক্ষা এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। - সুন্দর ভাবে সব ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিন অনলাইন-এ।


সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ভালভাবে ঈদ কাটিয়ে আবার
হয়তো কর্ম বাস্ত হয়ে পরেছেন। জীবনটাই এ রকম। আমাদের সব সময় নানা রকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়।আবার শত কাজের মাঝেও নিজেকেএই প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য প্রস্তুত করতে হয়।সে জন্য কিছু পড়া লেখাও করতে হয়। নানান কাজের মাঝে এই পড়া লেখা করার জন্য সব সময় বই খাতা নিয়ে চলা ফেরা করা সম্ভব হয় না।কারন আমাদের এখানে সেখানে দৌড়াতে হয়। কিন্তু বই খাতা নিয়ে দৌড়া দৌরি সম্ভব নয়। কিন্তু আমাদের কাজের প্রয়োজনেই সাথে নিতে হয় ল্যাপটপ কিম্বা হাতে থাকে ট্যাব বা স্মার্ট ফোন এবং আমরা সময় পেলেই এ গুলো ব্যবহার করি। কেমন হয় যদি আমি আমার বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য

এই আধুনিক ডিভাইস গুলোর মাধ্যমেই প্রস্তুতি নিতে পারি।হ্যাঁ, আমি এ বিষয়েই বলছি। এই সব প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন, বিসিএস,
ব্যাংক জব,ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এসএসসি, এইচএসসি, পরীক্ষার প্রস্তুতি
সাধারন জ্ঞান এর উপার খুব সুন্দর ও ভালভাবে প্রস্তুতি নেওয়া যায়
অনলাইন-এ।আজকে আমি আপনাদের এ রকম কিছু ওয়েবসাইট এর লিঙ্ক দিব।
১।  জব টেস্ট বিডি
২। বিসিএস প্রস্তুতি
৩। এমসিকিউ টেস্ট
৪। নোট খাতা
৫। এমসিকিউ টেস্ট অ্যাকাডেমি
৬। ই-টেস্ট বিডি
৭। এমসিকিউ মডেল টেস্ট
৮। Exam Care BD
৯। বিগত বছরের বিভিন্ন প্রশ্ন পত্র
১০। পড়া লেখা
সব গুলো অনেক ভাল সাইট। আমরা যেহুতু ডিজিটাল যুগের মানুষ এবং
অনলাইনে আমাদের পদচারনাটা বেশী তাই আমি মনে করি এগুলোর মাধ্যমে
আমরা আমাদের অনলাইনে কাটানো সময় গুলোকে কাজে লাগিয়ে আমাদের
দক্ষতাকে বাড়াতে সক্ষম হব।
আর তেমন কিছু বলবো না। চাইবো আমরা যেন আমাদের অনলাইন এর সময়
গুলো আজ থেকে বাজে ভাবে নষ্ট না করে। নিজেকে এক জন দক্ষ প্রতিযোগী
হিসাবে তৈরি করতে পারি।
ভাল থাকবেন আর চর্চা করবেন।
কারন আমরাই গড়বো সুন্দর বাংলাদেশ.।.।.।.।.।
সূত্র - জেনোসিস ব্লগ। 

0 comments:

Post a Comment