Translate

Saturday, December 7, 2013

৪টি সহজ রোমান্টিক কৌশলে, শোবার ঘর সাজান !

শোবার ঘরে রোমান্টিকতা নিয়ে আসার ৪টি সহজ কৌশল!

 সারাদিন কাজের ব্যস্ততা শেষ করে একটু খানি প্রশান্তি মেলে বেডরুমে বাইরের নানান ঝক্কি ঝামেলা, ব্যস্ততা, জটিলতা শেষে শোবার ঘরে নিজের বিছানায় গা এলিয়ে দেয়ার আনন্দটাই আলাদা তাই বেডরুমের অন্দর সাজটাও হওয়া উচিত প্রশান্তিদায়ক রোমান্টিক ধাঁচের সম্পর্ক সুন্দর রাখতেও একটি সুন্দর শোবার ঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈকি! খুব সল্প খরচেই এবং প্রায় বিনা পরিশ্রমে শোবার ঘরটিকে গড়ে তুলতে পারেন নিজের পছন্দের মানুষটির জন্য সবচাইতে পছন্দের স্থান হিসাবে

যান্ত্রিক জীবনের ব্যস্ততার পরে নিজের রোমান্টিক শোবার ঘরে প্রবেশ করলে নিমিষেই মানসিক চাপ উধাও হয়ে যাবে তাই আসুন, জেনে নেয়া যাক শোবার ঘরটাকে রোমান্টিক করে তোলার ৪টি সহজ উপায়
বিছানা চাদর
শোবার ঘরের মূল উপাদান হলো বিছানা বিছানা কেনার সময় দেখে কিনুন যেন সেটা বেশ আরামদায়ক দৃষ্টিবান্ধব হয় ইদানিং নিচু বিছানার চল এসেছে চাইলে নিচু বিছানা কিনে বেড রুমের সাজে আনতে পারেন একটু ভিন্নতা এছাড়াও জাজিম, তোষক তৈরির সময় দেখে নিন যে সেগুলো যথেষ্ট আরামদায়ক কিনা
বিছানার চাদর নির্বাচনে কিছুটা হালকা ধরনের রঙ যেমন সাদা, আকাশী, হালকা বেগুনী, হালকা হলুদ কিংবা গোলাপী ধরনের রঙ গুলো বেছে নিতে পারেন খেয়াল রাখুন যেন বিছানার চাদর বালিশের কভার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে
হালকা রঙের পর্দা
বেড রুমের জন্য বেছে নিন হালকা রঙের পর্দা এক্ষেত্রে প্যাস্টেল শেড গুলো বেছে নিতে পারেন পর্দার কাপড় নির্বাচনের সময় খেয়াল রাখুন যেন বাতাসে পর্দাটি কিছুটা হলেও উড়ে, অর্থাৎ পর্দা যেন হালকা হয় তাহলে জানালা খোলা থাকলে বাতাসে পর্দা উড়বে এবং বেশ রোমান্টিক হয়ে উঠবে আপনার শোবার ঘরের পরিবেশ
পেইন্টিং, ল্যাম্প উইন্ড চাইম
 বেডরুম সব সময়েই আপনার পছন্দ ব্যক্তিত্বের সাথে মিলিয়ে সাজাবেন এক্ষেত্রে আপনার পছন্দের কোনো সুন্দর একটি পেইন্টিং টাঙিয়ে দিতে পারেন বেড রুমের একটি দেয়ালে তবে সেটা হওয়া উচিত ইতিবাচক কোন পেইন্টিং কারণ যুদ্ধ কিংবা মারামারি ধরনের পেইটিং বেড রুমের দেয়ালে টাঙিয়ে রাখলে মানসিক প্রশান্তির বদলে অশান্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রাকৃতিক দৃশ্য কিংবা সুন্দর ইতিবাচক উজ্জ্বল কোনও পেইন্টিং টাঙিয়ে দিন বেড রুমের দেয়ালে
বেড রুমে একটি সুন্দর ল্যাম্প রেখে দিতে পারেন এক কোনে ল্যাম্পের স্নিগ্ধ আলোতে ঘর রোমান্টিক হয়ে উঠবে সহজেই সেই সঙ্গে জানালায় ঝুলিয়ে দিন একটি উইন্ড চাইম এর টুং টাং শব্দে বেড রুমে রোমান্টিক আবহ তৈরী হবে
তাজা ফুল কিংবা গাছ
বেড রুমের এক কোনে এক গুচ্ছ ফুল রেখে দিলে ঘর সজ্জার রোমান্টিকতা বেড়ে যায় অনেকখানি আর তা যদি হয় সুগন্ধি কোনও ফুল তাহলে তো কথাই নেই প্রতিদিন তো আর এক গুচ্ছ ফুল কেনা সম্ভব না তাই বেড রুমের কোনে একটি কিংবা দুটি ফুল রেখে দিতে পারেন ফুল রাখতে না চাইলে জানালার পাশে ছোট্ট টবে দুই একটি গাছও রেখে দিতে পারেন তাহলেও আপনার বেডরুম হয়ে উঠবে সতেজ রোমান্টিক
source - Priyo

0 comments:

Post a Comment