Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Saturday, June 30, 2012

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৭]


অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-] :: এস.. সকল কাজের কাজী

কাজীর কথা শুনে আবার বিয়ে পাগলা যারা আছে ১৮+ হয়েছেন মাত্র কিন্তু ফেবুতে নিয়মিত বিয়ে করতে ইচ্ছুক আপডেট তারা খুশি হইয়েন না বুঝতে পেরেছেন যাকে বলেছি আজ হোক কাল হোক বিয়ে শাদি তো করতেই হবে। কিন্তু সরকারী চাকুরি কিংবা ভালো চাকুরি না হয়ে বউ নিয়ে সংসার করবেন কিভাবে? আজ কাল দুই টাকায় কি পাত্তয়া যায়? এক কাপ চা টাকা, বাদাম ১০০ গ্রাম খেয়ে ইয়েকে নিয়ে ডেটিং যাবেন সে রাজী হবে তাতে! সেই যুগ কী আর আছেকাশেম ফুড কর্ণারের বিল দেত্তয়ার জন্য পকেটে মানে এটিএম কার্ডের অবস্থা ভালো থাকতে হবে। (অবশ্য সকল ক্ষেত্রে প্রযোজ্য নহে) নিজের পছন্দের একটি মোবাইল কিনবেন কিংবা ভালো একটি ল্যাপটপ নিতে ইচ্ছে করছে কিন্তু বাবা মায়ের কাছে হয়তো চাইলে তারা দিবেন। কিন্তু যখন নিজে আয় করে নিজের টাকায় কিনবেন তখন আপনার চেয়ে এত এত সুখী কেউ হবে না। চাকুরির মত সোনার হরিণের পিছনে কেন আপনি ছুটবেন? আপনি যদি কাজ জানেন তবে আপনাকেই খুজে নিবে চাকুরি। অনেকেই আমাকে বলেন কি কাজ করবো? আমি তাদেরকে বলবো আপনারা অযথা পিটিসি সাইটে সময় না দিয়ে বরং এমন একটি কাজ শেখেন যাতে করে নিজের মত করেই মাসে ২০-২৫ হাজার টাকা আয় করতে পারবেন। আমার কথা যদি শুনতে চান তা হলে তাদের প্রতি আমার কথা এস.. শেখেন। এস.. কেন শিখবেন?
                       
এস.. শেখার ফলে আপনি সহজেই আপনার সাইটে ভিজিটর আনা বলেন আর ত্তডেস্ক যেখানেই যান কাজ পাবেন। কেননা এস..  জানার ফলে আপনি যদি blogging করতে চান সহজেই সফল হবেন। কারণ আপনি জানেন সার্চ ইঞ্জিন কি চাচ্ছে তাই ভিজিটর আনা কোন ব্যাপার নয়। এখানে আপনি Google adsense সহ অন্যান্য এড ব্যাবহার করে আয় করতে পারবেন। এটি না করলে আপনি affilation  করার মাধ্যমে আয় করতে পারেন। আমার পরিচিত কয়েকজন রয়েছেন যারা মাসে affilation  এর মাধ্যমে ৫০০+ ডলার আয় করে থাকেন কমপক্ষে। এখানেত্ত এস.. লাগবে। কেননা ভিজিটর আনতে হবে কীত্তয়ার্ড এর মাধ্যমে। আপনার পণ্য বিক্রয় হলে আপনার রোজগার হবে। online marketing  করতে চাইলে এস.. প্রয়োজন SMM - Social Media Marketing কিংবা SEM - Search Engine Marketing দুটো ক্ষেত্রেই আপনার এস..  জানা থাকলে অধিকতর সুবিধা হবে
 

এস..  শিখে তা দিয়ে করতে হলে আপনার নিজস্ব একটি সাইট থাকতে হবে। এটি ফ্রি ভাবে করতে পারেন blogger.com ব্লগটি তৈরি করতে গেলে আপনি সাইটের ডিজাইনার হয়ে যাবেন। এস..  করতে গেলে আপনি জানবেন কি ভাবে পোস্ট লিখতে হবে সার্চ ইঞ্জিনবান্ধব করে। যাতে করে সহজেই আপনার সাইট গুগল সার্চে প্রথম দিকে আসে। ১০টি সাইটের তালিকায় রাখতে পারলে যা খুশি করতে পারবেন। কেননা ভিজিটর আসবে এড কিংবা প্রণ্য ক্রয় করছে
আরে ভাই মানুষের অসাধ্য কিছু আছে নাকি। ভালো লাগলে আজই শুরু করুন শেখা এস.. টেকটিউনস রয়েছে রয়েছে ফেসবুকে এস..  গ্রুপ। সকলে বসে রয়েছে সাহায্য করার জন্য। শুধু বলবেন। আর যদি সত্যিকার অর্থে এস..  দিয়ে আয় করার ইচ্ছে থাকে তাহলে ভালো কোন প্রতিষ্ঠান থেকে শিখে নিন কিছু অর্থ ব্যয় করে। পরে যখন কাজ করে অর্থ পাবেন তখন আর কি আমাকে ভাগ দিবেন? বলবেন ভাই আপনার কথা শুনে আজ উন্নতি করেছি। সেটাই তো আমি কি কাউকে আজ ভাগ দিতে যাচ্ছি?
ত্তডেস্কে এস.. এর কাজ শুরু করতে যাচ্ছি আজ হতে প্রতি সপ্তাহে ৯০ ঘন্টা প্রায় ডলার করে ঘন্টা। এস.. সম্পর্কে মোটামুটি ধারণা থাকার কারণে আমার কাজগুলো পেতে তেমন কষ্ট হয়নি।  কি খুশি খবর তো দিলাম আপনাদের। আপনার কবে দিবেন আমাকে? সব ধরণের সহযোগিতা করার জন্য প্রস্তুত আমি। শুধু বলবেন। সাধ্যমত চেষ্টা করবো সবাইকে। ভালো থাকবেন সবাই। টেকটিউনস এর সাথে থাকুন। নিয়মিত টিউন করুন। গঠনমূলক মন্তব্য করুন। মন্তব্য টিউনারদের অনুপ্রেরণা টিউন করার জন্য
- উপরোক্ত টিউনটি করেছেন : swordfish | প্রকাশিত হয়েছে  টেক্টিউন্ |